নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গনতন্ত্র ও সুশাসনের পক্ষে ।

শাসক দল ।।

ক্ষমতাসীন দল

যখন যে দল ক্ষমতায় থাকে , আমি ও সেই দলের সমর্থক হয়ে যাই ।

ক্ষমতাসীন দল › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার চিঠি

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

আকাশের দিকে তাকিয়ে দেখি মস্ত বড় একখানা চাঁদ উঠেছে আমার মাথার উপড়ে।নীল জোঁছনার আলোয় ধবধবে হয়ে গেছে চারিদিক।আকাশ ভরা তারার মেলা জমেছে আজ।তাই উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে তারার ছুটাছুটি ও চাঁদ ও মেঘের লুকোচুরি খেলা দেখছিলাম।আর মনে মনে এক জনকে ভাবছিলাম।অনেক বেশি মিস করতেছিলাম তাকে।ঠিক এমনি একটা রাতে তাকে বলেছিলাম দেখ আজ আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে জোঁছনার আলোয় ছেয়ে গেছে চারিদিক।সে অনেক খুশি হয়েছিল আর বলেছিল কে বেশি সুন্দর চাঁদ নাকি আমি..???আমি বলেছিলাম তুমি সব থেকে বেশি সুন্দর কেননা চাঁদ তোমার মত এত কাছে কখনোই আসেনি ।সে আমার কথা শোনে বলেছিল আমাকে এতো ভালবেসনা, আমি যদি কখনো হারিয়ে যায় তাহলে অনেক কষ্ট পাবা । আজ এই চাঁদনি রাতে সেই হারিয়ে যাওয়া মানুষটিকে অনেক মিস করছি।খুব মনে পড়ছে তার কথা।আমি জানিনা সেই মানুষটা আমাকে কখনো মিস করে কিনা.....হয়তো হাজারো চাঁদনি রাতের জোঁছনায় সেই মানুষটিকে ভেবেই কেটে যাবে আমার সমস্ত রাত..... জানি আমায় তার একটুও মনে পড়বেনা....তবে সেই মানুষটিকে এত টুকু বলে রাখি যখন Real ভালবাসার প্রয়োজন পড়বে তার, তখন আমায় ভেবে কেটে যাবে তার সমস্ত রাত.....!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.