![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন যে দল ক্ষমতায় থাকে , আমি ও সেই দলের সমর্থক হয়ে যাই ।
নতুনত্বের চমক নেই, উদ্ভাবনী ক্ষমতা হারিয়ে গেছে—এ রকম নানা সমালোচনা আর সংশয়ের কথা বাজারবিশ্লেষকেরা শোনালেও নতুন আইফোন কিনতে ক্রেতারা ঠিকই হুমড়ি খেয়ে পড়েছেন। ফোর্বস অনলাইনের এক খবরে বলা হয়েছে, আইফোন বিক্রির এক সপ্তাহ না পেরোতেই রেকর্ড গড়ে বসেছে অ্যাপল। নতুন আইফোনের দুই মডেল মিলিয়ে প্রথম সপ্তাহে প্রায় ৯০ লাখ ইউনিট বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এদিকে, আইফোন বিক্রির খবরে আবারও হু হু করে বাড়ছে অ্যাপলের শেয়ারের দাম।
বাজারবিশ্লেষকেরা বলছেন, আইফোন৫এসের পাশাপাশি অ্যাপলের রীতি ভেঙে বাজারে আনা প্লাস্টিক কাঠামোর আইফোন৫সিও বিক্রি হচ্ছে দেদার। আইফোন৫সির মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে গোলাপি ও নীল রঙের আইফোন।
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, নতুন মডেলের আইফোনের চাহিদা ব্যাপক। প্রথমেই আইফোন৫এস মডেলের সব ফোন বিক্রি হয়ে গেছে। তবে নিয়মিতভাবে আইফোন বিক্রির দোকানগুলোতে এর সরবরাহ করা হবে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আরও বেশি করে আইফোন তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।
অ্যাপলের হাই-এন্ড স্মার্টফোন আইফোন৫এস এবং প্লাস্টিক কেসের আইফোন৫সি যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হয় ২০ সেপ্টেম্বর। অনেক দোকানের সামনেই ক্রেতারা লাইনে দাঁড়িয়ে আগেভাগে আইফোন সংগ্রহ করেছেন। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক নিজেও ক্যালিফোর্নিয়ায় একটি অ্যাপল স্টোরে হাজির হয়ে ক্রেতাদের আগ্রহ পর্যবেক্ষণ করেন। পরে এক টুইটে টিম কুক বলেন, ‘আগ্রহী ক্রেতাদের দেখে খুশি লাগছে আর ক্রেতাদের খুশি করতেই আমরা আইফোন তৈরি করি।’
এদিকে ১০ সেপ্টেম্বর নতুন আইফোন বাজারে আসার পর থেকেই অ্যাপল নিয়ে অনেক সমালোচনা করেন বাজারবিশ্লেষকেরা। সমালোচনার সময় টিম কুক মুখ বন্ধ করেই ছিলেন। আইফোন বিক্রির রেকর্ডে সমালোচনার জবাব হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান পাইপার জেফরির গবেষকেরা জানিয়েছেন, আইফোন বিক্রির প্রথম সপ্তাহ দুর্দান্ত শুরু হয়েছে। ৫৫০ মার্কিন ডলার দামের আইফোন৫সি তুলনামূলকভাবে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের চেয়ে দামি হলেও গ্রাহকেরা এতে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। চীন ও ভারতের বাজারেও এটি গ্রাহকেরা পছন্দ করবেন বলেই মনে করছে অ্যাপল।
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দ্রুতগতির প্রসেসর, উন্নত ক্যামেরা আর বিভিন্ন রঙের আইফোন ক্রেতাদের টেনে এনেছে বলেই মনে করছেন বাজারবিশ্লেষকেরা। আর এর প্রমাণ হচ্ছে সোনালি রঙের আইফোন সবার আগে বিক্রি হয়ে যাওয়ার ঘটনা।woman-iphone
২০১২ সালে আইফোন৫ বিক্রি শুরুর প্রথম সপ্তাহে ৫০ লাখ ইউনিট বিক্রি হয়েছিল, সেখানে এ বছর ওই রেকর্ড ভেঙে ৯০ লাখ ইউনিট আইফোন বিক্রি করতে পেরেছে অ্যাপল। এদিকে, ১৮ সেপ্টেম্বর থেকে অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস৭ উন্মুক্ত করেছে অ্যাপল। প্রথম সপ্তাহ শেষে আইওএস৭নির্ভর ২০ কোটি অ্যাপল পণ্য সক্রিয় রয়েছে বলেই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, সাশ্রয়ী অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বাজারে থাকলেও নতুন আইফোন বাজারে এলে ক্রেতাদের মধ্যে যে আগ্রহ তৈরি হয় তার রেশ এখনো রয়ে গেছে। আইফোন বিক্রি শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে ৫এস-এর পুরো সেপ্টেম্বর মাসের স্টক। এখন ক্রেতাদের অক্টোবর মাস পর্যন্ত ধৈর্য ধরতে অনুরোধ করতে বলছে অ্যাপল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি একই অবস্থা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতেও।
অনেকে ধারণা করেছিলেন, প্লাস্টিকের তৈরি আইফোন৫সি জনপ্রিয় হবে না। অথচ এই স্মার্টফোনটির চাহিদা এখনো তুঙ্গে। বিশেষ করে গোলাপি আইফোন৫সি এখন ধরাছোঁয়ার বাইরে। আবার সোনালি রঙের আইফোন৫এসের ক্ষেত্রেও একই অবস্থা। খোলাবাজারে সোনালি রঙের আইফোনের দাম দুই হাজার মার্কিন ডলার পর্যন্ত হাঁকতে দেখা গেছে এক বিক্রেতাকে।
©somewhere in net ltd.