![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন যে দল ক্ষমতায় থাকে , আমি ও সেই দলের সমর্থক হয়ে যাই ।
পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ বলেছেন, যুক্তরাষ্ট্রের ভুল নীতির কারণেই তালেবান সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের ভুল নীতির দায় পাকিস্তান ভোগ করছে। বৃহস্পতিবার করাচিতে যুব সংসদের কনভেনশনে তিনি এ মন্তব্য করেন। আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি না দেয়ার জন্য পাশ্চাত্যের সমালোচনা করে তিনি বলেন, এটিই শেষ পর্যন্ত ২০০১ সালের ১১ নভেম্বরের ঘটনার কারণ হয় এবং এর ফলে নাইন-ইলেভেন পরবর্তী বিশ্বের মূল কাঠামো বদলে যায়। তিনি বলেন, শুধু আমরাই তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিলাম এবং এ জন্য আমরা পাশ্চাত্যের অবিরাম সমালোচনার মুখে পড়ি। কিন্তু শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্তই বাস্তবসম্মত বলে প্রমাণিত হয়। তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তে বিশ্বসম্প্রদায় পাকিস্তানের সমালোচনা করা সত্ত্বেও পাকিস্তান তা থেকে সরে আসেনি। তিনি বলেন, তালেবানের প্রতি আমার সরকারের অব্যাহত সমর্থনের কারণে ভর্ৎসনা করতে ২০০০ সালে পাকিস্তান সফর করেন বিল কিন্টন। তখন আমাকে এ জন্য ব্যাখা দিতে হয়েছিল। যারা আফগানিস্তানে দূতাবাস খুলেছিল, তাদের সবার তালেবানকে স্বীকৃতি দেয়ার ওপর জোর দিয়ে আমি বলেছিলাম, তাদের গ্রহণযোগ্য করার জন্য আমাদের সমন্বিত প্রচেষ্টার এটিই পূর্বশর্ত। সারা বিশ্বের দূতাবাসগুলো দ্বারা বেষ্টিত থাকলে তালেবান সরকার অবশ্যই পদক্ষেপ নিতো। কিন্তু বাকি বিশ্ব তাদের বিচ্ছিন্ন করে রাখে এবং এ ধরনের কৌশলই নাইন-ইলেভেনের ঘটনা জন্ম দেয়। জেনারেল মোশাররফ বলেন, কেউ কেউ বলে থাকে তালেবান আমাদের সন্তান এবং পাকিস্তানই তাদের সৃষ্টি করেছে; কিন্তু তা সত্য নয়। তালেবান সৃষ্টি হয়েছে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করা মুজাহিদীনের কারণে যারা ক্ষমতা সংহত করতে ব্যর্থ হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের পর আফগান মুজাহিদদের পুনর্বাসন না করেই স্থলবেষ্টিত দেশটি ছেড়ে যায় যুক্তরাষ্ট্র। এভাবে অবিবেচনার সাথে আলকায়েদার আত্মপ্রকাশে সহায়তা করা হয়। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট প্রতিরোধ যোদ্ধাদের দেয়ালের দিকে ঠেলতে থাকায় এবং দেশটির জাতিগত বৈচিত্র্যের প্রতিনিধিত্বকারী সরকার না থাকায় ২০০৩ সালে ফের তালেবানের আত্মপ্রকাশ ঘটে। পারভেজ মোশাররফ বলেন, ‘পাকিস্তানে সেনাবাহিনীর একটি সাংবিধানিক দায়িত্ব রয়েছে এবং রাজনৈতিক দলগুলো পাকিস্তানি জাতির স্বার্থে ভালো সিদ্ধান্ত নেয়নি’। গণতান্ত্রিক সরকারগুলো কখনো ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন। - See more at: Click This Link
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৬
ক্ষমতাসীন দল বলেছেন: বিহারী বলে কোন কথা না । বিশ্ব রাজনীতির অংগনে বিশেষ করে তালেবাান ও যুক্তরাস্ট্র সম্পর্কীয় ব্যাপারে তার মতামত বা বিশ্লেষনটাকে তুলে ধরা হয়েছে । ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকা বাংগালীদেরকে ১% সাহায্য করে নাই । অথচ সেই আমেরিকাতেই বাংগালীদের সেকেন্ড হোম - বা দ্বীতিয় বাড়ী । আমরা কি আমেরিকা থেকে মুখ ফিরিয়েছি ? না পারবো ? আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমেরিকা পাড়ি দেয়ার জন্য পাগল । আপনাকে ধন্যবাদ ।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩
খেলাঘর বলেছেন:
আমেরিকাকে বুঝতে হবে।
আমেরিকা সম্পর্কে সবার মতামত আছে, তবে সবার মতামত সঠিক নয়।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২
ক্ষমতাসীন দল বলেছেন: আপনার কথাটি এক অর্থে সঠিক । সবার মতামত সঠিক নয় । ব্রো, ভুলে যাবেন না, বিশ্বায়নের যুগ চলছে ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৪
খেলাঘর বলেছেন:
বিহারী মোশারফও একজন রাজনীতিবিদ, তারো বক্তব্য আছে, সেটা আবার আপনি পোস্টে লিখছেন?