![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন যে দল ক্ষমতায় থাকে , আমি ও সেই দলের সমর্থক হয়ে যাই ।
ভদ্রলোক তাড়াহুড়ো করে স্ত্রী সমেত রিকশা হতে নামলেন। এক মুহূর্ত এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজলেন। তারপর বউয়ের হাত টেনে ধরে ঢুকে পড়লেন ইস্টার্ন প্লাজায়। বোঝা গেল তাঁরা শপিংয়ে এসেছে, মার্কেট খুঁজছিল।
আজকে মার্কেটে ভীড় কম। দোকানীরা একে একে ভদ্রলোক আর তার স্ত্রীর দৃষ্টি আকষর্ন করার চেষ্টা করতে লাগলো, 'স্যার কি লাগবে স্যার?' ভদ্রলোক এবং তার স্ত্রী এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজলেন। যা খুঁজলেন তা সম্ভবত এই ফ্লোরের কোন দোকানেই নেই। এবার তাঁরা লিফটে উঠে দ্বিতীয় তলায় গিয়ে নামলেন।
সাদা শার্ট পরা অল্প বয়স্ক অর্নামেন্টের দোকানীটা এগিয়ে এল। 'ম্যাডাম কি লাগবে? দেখেন নতুন কিছু আইটেম আছে।' দোকানীর কথায় কান না দিয়ে ভদ্রলোক স্ত্রী সমেত তৃতীয় তলায় চলে গেলেন। সেখানে একদমই কোন কাস্টমার নেই। তাই সব দোকানী এই দুইজনকে পেয়ে ডাকতে লাগলো।
-স্যার কি বেল্ট কিনবেন?
-ম্যাডাম ব্যাগ দিই একটা?
-স্যার নতুন ব্রান্ডের ঘরি এসেছে কয়েকটা।
-ম্যাডাম এই পারফিউমটা দেখতে পারেন।
-স্যার টাইটা দেখুন...
ভদ্রলোক সব দোকানীকেই রেসপন্স করলেন। খুব শান্তভাবে মাথা নেড়ে জানালেন এসবের কিছুই লাগবেনা তাঁদের। দুজনে লিফট বেয়ে চারতলায় চলে গেলেন। চারতলায় মোবাইল মার্কেট। সেখানে মোটামুটি কাস্টমার আছে। ভদ্রলোক আর তাঁর স্ত্রীকে দেখে মোবাইল দোকানীরা ডাকতে লাগলেন।
-স্যার স্যামসাং
-ম্যাডাম সিম্ফনি
-স্যার মাইক্রোম্যাক্সের দারুন একটা অফার চলছে
-ম্যাডাম নোকিয়ার নতুন এন্ড্রয়েড, দেখতে পারেন
যথারীতি ভদ্রলোক এবারো খুব ভদ্রভাবে সবাইকে মাথা নেড়ে রেসপন্স করলেন। জানালেন তিনি মোবাইল কিনতে আসেননি। এরপর আমরা আর ঐ ভদ্রলোক আর তাঁর স্ত্রীকে ফলো করিনি। উনারা নিজেদের মত কেনাকাটা শেষ করেছেন। কেনাকাটা শেষ করে যথারীতি নিচে নেমে এসেছেন। ওনাদের বেশ ফুরফুরে মনে হচ্ছে। বোঝা যাচ্ছে ওনারা যা কিনতে চেয়েছিলেন তা পেয়েছেন।
নিচের ফ্লোরে ঐ সাদা শার্ট পরা দোকানীটা ভদ্রলোক আর তাঁর বউয়ের সামনে গিয়ে খুব ভদ্রভাবে বললেন, 'কিছু মনে করবেন না স্যার, আপনারা আসলে কি কিনলেন?'
ভদ্রলোক মুখটা প্রসারিত করে হাসলেন। তারপর বললেন, 'আমরাতো কিচ্ছু কিনিনি। আসলে হয়েছে কি সেই এক ঘন্টা ধরে আপনার ম্যাডাম বাথরুম বাথরুম করছিলোতো... তাই ওয়াশরুম খুঁজছিলাম..
ফেসবুক থেকে সংগৃহিত ।
লেখক // আপেল মাহমুদ ।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭
ক্ষমতাসীন দল বলেছেন: ওয়াশরুম টা সকলেরই মৌলিক চাহিদা । এই বিড়ম্বনার শেষ নাই ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: হুম! পাবলিক ওয়াশরুম ও ডাস্টবিন আমাদের বড় একটা সমস্যা।
কি আর করার!
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে অ-বাসযোগ্য সবদিক দিয়ে নিকৃস্টতম শহর হলো ঢাকা শহর।