নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার অভিনয় করে যাচ্ছি....মানুষ হতে হতে আমি ক্লান্ত।

কলিন রড্রিক

ছাত্র

কলিন রড্রিক › বিস্তারিত পোস্টঃ

জান্তব উচ্চারণ

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪০

প্রাগৈতিহাসিক বৃক্ষের ছায়ায় দাঁড়িয়ে
দেঁতো হাসি হাসে বদমাশ শতাব্দী মহোল্লােসে
বাতাসে ওড়ে দাম্ভিকতার নিষ্ঠুর পতাকা।
স্বপ্নের অাকাশে নির্ভয়ে ভেসে বেড়ায়
কিছু উন্মত্ত পার্থিব মেঘ।
বর্ষাস্নানের সময় স্তম্ভিত পায়রা শিখিয়ে দেয়
পরিবর্তিত প্রেমের ব্যাকরণ।

উন্মাদ রাত্রে জন্ম নেওয়া লাল গোলাপগুলো তাই
ঝরে পড়ে কর্কশ মৃত্তিকার যন্ত্রণাকাতর বুকে
নিদারুণ অসহায় কাঁটা সমেত-
অযথা খুঁজে ফেরে হারিয়ে যাওয়া হেমন্ত-বিকেল।

তবুও অামি সেই মেয়েটির রোদেলা বারান্দার
গম্ভীর ফুলের টবেও নিতে পারি পুনর্জন্ম।
দেঁতো শতাব্দীর জান্তব উচ্চারণে গাঁথতে পারিনি
যেসব শিহরণমিশ্রিত শিউলিমালা
সেসব শোনাব তাকে অামার অলৌকিক সম্ভাষণে :
নামবে তার পথ চেয়ে থাকা দু'চোখে এক-মহাকাল নিগূঢ়তা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.