নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার অভিনয় করে যাচ্ছি....মানুষ হতে হতে আমি ক্লান্ত।

কলিন রড্রিক

ছাত্র

কলিন রড্রিক › বিস্তারিত পোস্টঃ

নিহত প্রেমের পঙক্তিমালা

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৩

অত:পর তার চিঠি এসেছিল উড়ে সন্ধ্যার বাতাসে

শ্রাবণের সিক্ততা এবং কিছু নোনা কবিতা নিয়ে

বহুপথ অতিক্রম করে বিদায় সম্ভাষণ জানাতে

আর নিয়ে যেতে আমার স্বীকারোক্তিমূলক দীর্ঘশ্বাস।



কিন্তু আমি তো জেনেছি ভালোবাসা বিদায় দিতে জানে না,

আত্মহত্যা ব্যাতীত ভালোবাসার কোনো মৃত্যু নেই

এবং সংলাপহীন সে বেঁচে থাকতে পারে অনন্তকাল

সৃষ্টি করতে পারে অবলীলায় বিস্ময়কর স্বর্গোদ্যান।



নশ্বর আমি নশ্বর তুমি হয়তো বিলুপ্ত হয়ে যাবো

দূর্বোধ্য এ পৃথিবীর হাহাকার ভরা উঠোন থেকে

আমাদের বেঁচে থাকার দুর্নিবার আকাঙ্খা নিয়ে

কোনো এক নিঝুম কবিতার পঙক্তির মতো।



কিন্তু ভালোবাসা-সে তো অবিনশ্বর

স্বপ্ন দেখে যায় দ্বিধাহীন কোনো অন্তহীন জগতে,

তুমি আর আমি সেই স্বপ্নের সুবাদে চিনে নিবো

আমাদের বিলুপ্ত পরিচয় এবং গত জীবনের গল্প।









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.