নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার অভিনয় করে যাচ্ছি....মানুষ হতে হতে আমি ক্লান্ত।

কলিন রড্রিক

ছাত্র

কলিন রড্রিক › বিস্তারিত পোস্টঃ

হতাশার ইচ্ছে মৃত্যু

২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

তবুও আমাদের মৃত্যু হয় যত্রতত্র

কখনও দৈহিক কখনও আত্মিক

মৃত্যু হয় দিনে-রাতে-প্রতিমুহুর্তে

মৃত্যু হয় স্বপ্নের-প্রেমের-কবিতার।



শপিং মলের মেয়েলি আলোয় মৃত্যু হয়

পপকর্ণ বাতাসেও মৃত্যু হয় কারও কারও।

হেক্টরের মতো মৃত্যু হয় প্রতিনিয়ত

যেমন মৃত্যু হয় পরাভূত সকল জাতির।



কারও মৃত্যু হয় হেলেনীয় সৌন্দর্যে

কারও মৃত্যু হয় স্বর্গীয় সুখের লোভে

কারও মৃত্যু হয় নিতান্ত অপরিচিত

কারও মৃত্যু হয়তো আজীবন হয় না।



তবুও বিছানায় এলিয়ে দিলে শরীর, মনে হয়-

আরও একবার গোলকধাঁধা এ পৃথিবীর প্রেমে পড়ি;

না হয় শহীদ হোক আমার আরো একটি প্রেম

কোনো অপঠিত কবিতার পঙক্তির তরে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

আরণ্যক রাখাল বলেছেন: তবুও বিছানায় এলিয়ে দিলে শরীর, মনে হয়-
আরও একবার গোলকধাঁধা এ পৃথিবীর প্রেমে পড়ি;
না হয় শহীদ হোক আমার আরো একটি প্রেম
কোনো অপঠিত কবিতার পঙক্তির তরে
ভাল লাগল

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

কলিন রড্রিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । মৃত্যুর কত ভিন্নতা । আমারটা যে কেমনে হলো ।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অসাধারণ!!!!

৫| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৮

হা...হা...হা... বলেছেন: ভাল কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.