![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের মায়াবি দৃশ্য থেকে পালিয়ে তন্নতন্ন করে খুঁজি আমার বাস্তবতা ধীর-মন্থর শামুকের মতো ।
রৌদ্র ঝরে
বৃষ্টির মতো
বৃষ্টি ঝরে
পাতার মতো
ঝরে যাচ্ছে দিন অফুরন্ত ঝর্ণার বিষন্ন গতির মতো, উবে যাচ্ছে জীবনের সোনালি রং দিনে-দুপুরে ।
তবুও আমি
এখনও আমি
অকারণে আমি
ভাবছি তোমায়
যেমন করে আকাশ ভাবে মেঘের কথা, বৃষ্টি ভাবে নদীর কথা ।
পরাজিত অামি হন্যে হয়ে নিরুদ্দেশ এক বন্ধুর পথে পথ চলি;
পথের ধারে
লুকিয়ে থাকা
সুখ কিনি
দু:খ বেচি
তবুও আমি মানুষ খুব নিজস্ব কোনো আস্তানায়, স্বর্গে নয়-মর্তে নয় আপনার মাঝে খুঁজলে তারে পাওয়া যায় ।
২| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৭
তুষার কাব্য বলেছেন: ভাললাগা কথামালায়।
শুভেচ্ছা।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৬
কলিন রড্রিক বলেছেন: ভালো লেগেছে বলে আমারও খুবই ভালো লাগছে। শুভ কামনার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১১
জেন রসি বলেছেন: তবুও আমি মানুষ খুব নিজস্ব কোনো আস্তানায়, স্বর্গে নয়-মর্তে নয় আপনার মাঝে খুঁজলে তারে পাওয়া যায় ।
চমৎকার।
+++