![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে যেনো ডেকেছিল তারে এমন ভরদুপুরে
অনেক হাসি-কান্নার বেলা শেষে চলে যেতে
প্রকৃতির অদ্ভুত এক বিদ্রোহে ।
কে যেনো বলেছিল তারে তোমার এই কোমল হাতে
স্বপ্নের পুরুষ এসে রাখবে না আর বিশ্বস্ত হাত-
প্রকৃতির হিংস্র প্রতিশোধে ।
কে যেনো চুপিচুপি বলেছিল বৈশাখী সুরে
হেমন্ত বিকেলের নরম ঘাস আর দেখা হবে না তোমার
প্রকৃতির নির্লজ্জ্ব আচরণে ।
নক্ষত্রের দ্যুতি দিয়ে সিঁদুর পড়ানোর সময়
কে যেনো দেখেছিল হিমালয়ে বেরসিক ভূত-
তুমিও কি দেখেছিলে ?
তবে কি জানতে না তুমি প্রকৃতি কেমন প্রতিশোধপরায়ণ
তবে কি তুমি ভুলে যেতে চেয়েছিলে সমস্ত অভিমান ?
কে যেনো বলেছিল তারে জীবনের হিসেব
শেষ হয়নি কখনো জাগতিক নিয়মে-
হেসে খেলে তাই চলে গেলে কি !
©somewhere in net ltd.