![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকবার আমি বাঁচতে চেয়েছি শুধু মানুষ হয়ে
তোমাদের মতো নির্বিকার চাঁদের তোষামদ ভুলে,
বেদনার পাণ্ডুলিপিতে লিখতে চেয়েছি অকস্মাৎ সমাপ্তি
ভিড়তে চেয়েছি তোমাদের রৌদ্র-স্নানের উৎসবে ।
সমুদ্রের বিরল বালুকণার ব্যর্থ শরীরে মিশে থাকা
আমার একমুঠো ভালোবাসা জানি ফিরে আসবে না,
ফিরে আসবে না ফিকে হয়ে যাওয়া নম্র নক্ষত্রের মতো
আমার একান্ত মুহুর্তগুলো দূরে সরে যাওয়া পদচিহ্নে যারা ।
তবুও জানি-
লম্পট শব্দে লিখিত কবিতার শরীর নিয়ে তামাশা হবে
ধর্ষিত উপমার মহিমান্বিত চিৎকারে বিনোদিত হবে অনেকে
এবং ঘৃণ্য কয়েদির বত্রিশটি হিংস্র দাঁতের পাশবিক বদান্যতায়
অঙ্কিত হবে সমগ্র কবিতার শরীর জুড়ে বেদনার নীল কারুকার্য ।
শোনা যাবে পথে পথে তামাশার ঢোল, গল্পের রোল
বধিরের মতো বসে রবো আমরা সবাই রুদ্ধ ঘরে
যেনো রৌদ্রস্নানে ব্যস্ত আমরা শুঁড়িখানার গন্ধের মতো -
তবুও আমি আরেকবার হতে চেয়েছি শুদ্ধ মানুষ ।
যদি আমায় মানুষ হতে হলে নিতে হয় পুনর্জন্ম
মাটির অতলে চৈতন্যের অপেক্ষায় অকারণে
কাটাতে হয় যদি সাত কোটি বছর;-
তবে রৌদ্রের কাছে জানাব আমি অাজীবন অমানুষ
থেকে যাওয়ার ভয়ংকর এবং একরোখা নিজস্ব অাকুতি ।
২| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩২
জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।
ভালো লেগেছে
++
৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শোনা যাবে পথে পথে তামাশার ঢোল, গল্পের রোল
বধিরের মতো বসে রবো আমরা সবাই রুদ্ধ ঘরে
বেশ ভালো লিখেছেন ভ্রাতা +++ ভালো থাকুন।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮
বৃতি বলেছেন: ভালো লাগলো কবিতা
৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৮
স্বপ্ন বৃক্ষ বলেছেন: বেশ লেগেছে
৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২
সুফিয়া বলেছেন: শেষের পাঁচটি লাইন অসম্ভব ভাল লেগেছে। ধন্যবাদ। ++++++
আগের মন্তব্যটি মুছে দিলে খুশি হবো। একটি বানান ভুল আছে।
৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো লেগেছে।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শোনা যাবে পথে পথে তামাশার ঢোল, গল্পের রোল
বধিরের মতো বসে রবো আমরা সবাই রুদ্ধ ঘরে
যেনো রৌদ্রস্নানে ব্যস্ত আমরা শুঁড়িখানার গন্ধের মতো -
তবুও আমি আরেকবার হতে চেয়েছি শুদ্ধ মানুষ । ’’-------------- এই চারটি লাইন আমার মন ছুঁয়ে গেল
৯| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৫
কলিন রড্রিক বলেছেন: আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩২
অবনি মণি বলেছেন: আরেকবার আমি বাঁচতে চেয়েছি শুধু মানুষ হয়ে
তোমাদের মতো নির্বিকার চাঁদের তোষামদ ভুলে,
বেদনার পাণ্ডুলিপিতে লিখতে চেয়েছি অকস্মাৎ সমাপ্তি
ভিড়তে চেয়েছি তোমাদের রৌদ্র-স্নানের উৎসবে ।
হুম ! ভালো !