নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার অভিনয় করে যাচ্ছি....মানুষ হতে হতে আমি ক্লান্ত।

কলিন রড্রিক

ছাত্র

কলিন রড্রিক › বিস্তারিত পোস্টঃ

দণ্ডিত প্রতিবাদী শব্দ

০১ লা মে, ২০১৫ দুপুর ১:৩৬

আমি আর তৃতীয় বিশ্বের কোনো দেশের মতো স্বপ্নচারী হবো না
কোনো রাজনৈতিক সভায় বা ব্যক্তিগত পত্রে উল্লেখ করবো না
আমার স্বপ্ন-আমার স্বকীয়তা-আমার স্বাধীনতার মৃত্যুর কথা
অথবা গুম হয়ে যাওয়া আমার প্রতিবাদী ভাষার মৃত্যুর কথা।
আমি শুধু মৌলিক অধিকারশূন্য নির্লিপ্ত ভাস্কর্যের মতো নিষ্পলক
চোখে তাকিয়ে দেখবো অপরাধের চাকচিক্যময় পোশাকের আড়ালে
লুকিয়ে থাকা পৃথিবীর সব অধিকারপ্রাপ্ত মানুষের বীভৎস মুখ -
সেই মুখগুলো থেকে নির্গত ড্রাগনের মতো লালসার অাগুনে
ঝলসানো পৃথিবীর মানচিত্র হাতে নিয়ে গদবাঁধা শব্দের বিক্ষুব্ধ
স্লোগানে সুনামি উঠবে অলি-গলির সকল দোকানের চায়ের কাপে।
রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত হয়ে কারাগারে নিক্ষিপ্ত হবে প্রতিবাদী শব্দেরা,
তাদের প্রবল গর্জনে একে একে গুড়িয়ে যাবে ঘৃণা আর নির্মমতায়
গড়া পৃথিবীর সকল অভিশপ্ত কারাগার এবং মুক্তি পাবে মানবতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.