![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু প্রশ্নের উত্তর না দিয়ে চলে যেতে হয়
যেমন চলে যায় মেঘ ভিজিয়ে আকাশ।
চলে যেতে হয় সকল স্মৃতির বুকে
গেঁথে দিয়ে স্বার্থপরতার বিষাক্ত ছুরি,
ছদ্মবেশে চলে যেতে হয় কোনো অলীকলোকে।
কালের গর্ভে বিলীন হয়ে যায় সেইসব
বিশ্বাসঘাতকতার অলিখিত কাহিনী।
ফিরে আসে না অার সেইসব নিহত স্মৃতি
সশরীরে জিতে যাওয়া মানুষের কাছে।
ফিরে আসে অতীতের কোনো নদীর পাড়ে
ছায়া সুশীতল কোনো প্রবীণ ফুটপাতে
অথবা বৃষ্টিতে ভেজা পার্কের বেঞ্চে-
ফিরে আসে পরাজিত মানবের একান্ত গৃহে
এঁকে দিয়ে যায় গভীর বেদনার প্রতিকৃতি।
জিতে যাওয়া মানুষেরা অনায়াসে
কিনে নিয়ে যায় সর্বহারাদের সস্তা প্রতিকৃতি
এবং সূচিত হয় বিশ্বাসঘাতকতার চূড়ান্ত পর্ব।
হেরে যাওয়া মানুষেরা তবু বেঁচে থাকে
বিজয়ীর উল্লাসভরা কৌতুকের মাঝে,
অবহেলিত শব্দে লিখে রাখে ইতিহাস
পরাজিত মানবের ভুল ডাকনাম।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৫ সকাল ১০:২১
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে