নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার অভিনয় করে যাচ্ছি....মানুষ হতে হতে আমি ক্লান্ত।

কলিন রড্রিক

ছাত্র

কলিন রড্রিক › বিস্তারিত পোস্টঃ

বিস্মৃত আমি

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

হয়তো নিভৃত কোনো সড়কের ধূলায়িত নেমপ্লেটে
লেখা থাকবে না আমার ভয়ংকর নাম বা পদবী,
কোনো প্রাসাদের প্রধান ফটকে শোভা পাবে না
আমার কিম্ভূতকিমাকার কুৎসিত ভাস্কর্য,
হায়রোগ্লিফিক ভাষার মতো সংরক্ষিত হবে না
কোনো মিউজিয়ামে আমার স্বাক্ষরবিহীন কবিতা।
শুধু লেখা থাকবে ইতিহাসের মলিন পাতায়
আমার শিল্পিত কুকর্মের বিস্তারিত ইতিহাস।

ক্লান্ত শহরের বুক চিরে তাই ছড়িয়ে দেবো আজ
আমার পুঞ্জীভূত ক্ষোভের উত্তপ্ত শ্বাস-
যেনো ঝলসে যায় উন্নাসিক সাম্রাজ্যের
অহংকারে খচিত সব লম্পট প্রাসাদ।

তারপর আমি একাগ্রমনে বিরল প্রান্তরে
সাজাবো আমার ইচ্ছেগুলোর হতদরিদ্র চিতা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

২| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

৩| ১০ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৭

কলিন রড্রিক বলেছেন: অামার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৪| ১০ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৮

কলিন রড্রিক বলেছেন: আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.