নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার অভিনয় করে যাচ্ছি....মানুষ হতে হতে আমি ক্লান্ত।

কলিন রড্রিক

ছাত্র

কলিন রড্রিক › বিস্তারিত পোস্টঃ

আপেক্ষিক পরিচয়

২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৭

সেই নিখোঁজ নদীর পাড়ে আমাকে তুমি আর খুঁজে পাবে না-
খুঁজে পাবে না কোনো শ্মশানের মৃত কাশবনের নি:স্তব্ধতায়
এক অদ্ভুত ঘুমে আমি আজ ভুলে গেছি সব ক্লান্তির মানে
অথবা ভুলে গেছি নতজানু বৃক্ষের মতো প্রতিশোধের মানে;
এখন আমাকে তোমরা বলতে পারো কোনো অজানা রোগে আক্রান্ত রোগী
অথবা আমি এখন রোদেলা আকাশের ভুল সংলাপে পর্যদুস্ত ব্যক্তি।
আমাকে নিয়ে অঙ্কন করতে পারো তোমরা ব্যর্থ ব্যঙ্গচিত্র
আমার কপালে এঁকে দিতে পারো ঘৃণ্য রেখার কারুকার্য
আমাকে নিয়ে রচনা করতে পারো অজস্র তামাশার কাব্য-
আমি আর প্রেমিক নই-আমি আর কবি নই-আমি অার কেউ নই।
আমি আজ শ্মশানের মৃদু কাশবন নই যেখানে বসে
তোমরা গেয়ে এসেছো অনাদিকাল ধরে বেদনার গান;
আমি আজ তপ্ত বিকেলে বৃক্ষের কান্না নই
যেখানে বসে তোমরা হয়েছো একে অপরের পরিপূরক;
আমি আজ দূর অতীতের বিলুপ্ত প্রজাতির সঙ্গীহীন প্রাণী-
আমি অার মানুষ নই;-
আমি আজ শুধু নির্লিপ্ত সভ্যতার প্রত্যাশিত আপেক্ষিক চরিত্র মাত্র
যাকে দেখে তোমাদের উধাও হয়ে যেতে পারে সব অর্থবহ স্বপ্নের মানে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৫ রাত ৯:২১

শতদ্রু একটি নদী... বলেছেন:
ভালো কবিতা। কিন্তু এতো হতাশা কেনো?

২| ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.