নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার অভিনয় করে যাচ্ছি....মানুষ হতে হতে আমি ক্লান্ত।

কলিন রড্রিক

ছাত্র

কলিন রড্রিক › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু বন্দনা

১১ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪৮

আরেকবার আমার মৃত্যু হয়েছিল
জীবনের গভীরতম মৃত্যু-
সংকেতবিহীন রহস্যজনক মৃত্যু।
ময়নাতদন্ত ও অনেক চুলচেরা বিশ্লেষণেও
উদঘাটিত হয়নি মৃত্যুর প্রধান কারণ।
নির্বাসিত অরণ্যকে জেরা করে
ব্যর্থ হয়েছিল তদন্ত কমিটি
যেমন ব্যর্থ হয়েছিল পলাতক বিকেলের কাছে
আমার পুরনো নোটবুক খুঁজতে গিয়ে
কিংবা কোনো নি:সঙ্গ নদীর কাছে
তারা প্রশ্ন করেছিল-আমায় চেনে কিনা।
কিন্তু না-
কেউ আমায় চেনে নি
কেউ আমার সমন্ধে কোনো ইঙ্গিত করেনি
কেউ আমার জন্য আবেগাপ্লুত হয়নি।
তাই একত্রীকরণের এই নপুংসক সংলাপে কী হবে
যদি তোমার আমার পৃথিবী পৃথকই থেকে যায়
কী হবে এই ব্যর্থ মৃত্যুর বন্দনা গেয়ে
যদি কারো হৃদয়েই সমাধিত না হই
কী আসে যায় এই প্রলাপবাক্যের উচ্চারণে
যদি পাড়াগাঁর সেই মেয়েটিই হয়ে ওঠে স্মৃতি-হন্তারক!
তাই আজ আর আমি
বাস্তবতাকে দুয়েকটি শাব্দিক-বাণে বিদ্ধ করি না
কোনো কিছুতেই আমি আর বিভোর হই না-
সম্ভবত আমি এখন পুনরুত্থিত নির্মোহ মানব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.