নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার অভিনয় করে যাচ্ছি....মানুষ হতে হতে আমি ক্লান্ত।

কলিন রড্রিক

ছাত্র

কলিন রড্রিক › বিস্তারিত পোস্টঃ

এখন সন্ধ্যা নেমেছে

১২ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২০

স্ট্রিটল্যাম্পগুলো জ্বলে উঠছে প্রেতের চোখের মতো,
ভবঘুরের দল ক্লান্ত ফুটপাতে আসর জমিয়েছে
মুদ্রাস্ফীতির উদ্ধত তর্জনীর নির্দেশিত পথে
চাকুরিজীবিরা শঙ্কিত মনে বাসায় ফিরে যাচ্ছে-
অতএব ক্ষুধার্ত শহরে এখন সন্ধ্যা নেমেছে।
লম্পটের দল অলিতে-গলিতে ফাঁদ পেতেছে
লুটেরারা হচ্ছে সচকিত চকচকে ধাতবের রূপে
গুমোট গরম হাঁপিয়ে উঠেছে রোড-পলিটিক্সে-
এখন বুর্জোয়া শহরে চুপচাপ সন্ধ্যা নেমেছে।

বিগত দিনের মতো গান গাইতে গিয়ে ভুল করে
কেউ বলে ওঠে না-এখন সন্ধ্যা নামছে।
প্রেতাত্মারা আজ আর নিরাপদ বৃক্ষ খুঁজে পায় না
শুধু সস্তা প্রেম ঘুরঘুর করে প্রাচীন অন্ধকারে।
কলোসিয়ামে মুখোমুখি যোদ্ধারা যেন হঠাৎ চুক্তি করে
শহরে নেমে ঘোষণা দেয়-এখন সন্ধ্যা নেমেছে।
চুপচাপ ঘরে ফিরে যায় প্রেম-ভালোবাসা-মায়া-মমতা
বোবাকান্নায় বিপর্যস্ত শহর চেঁচিয়ে ওঠে-এখন সন্ধ্যা নেমেছে!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৫ রাত ৯:৩৫

buka_puka বলেছেন: কান্নাটা বোবাই বটে.......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.