![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্ত নক্ষত্ররাজি, বিস্তীর্ণ জলরাশি এবং বিক্ষুব্ধ বাতাসের
সাথে সাক্ষাতের পূর্বেই আমাদের পরিচয়।
কোনো ঐতিহাসিক যুদ্ধ, প্রলয়ংকারী কোনো দুর্যোগের সাধ্য ছিল না
এ পরিচয়ে বিঘ্ন ঘটানো;-কেননা কোনো কোনো মহাকাব্যেও
ইঙ্গিত ছিল আমাদের সাক্ষাতের-হাজারো বছরের পুরনো মন্দির
তাই এখনো টিকে আছে অজ্ঞাতসরে সকল বিধ্বংসী শক্তিকে
বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্জন পাহাড়ের চূড়ায়,
পৃথিবীর সকল ধর্মের সারসংক্ষেপ তাই-ভালোবাসা।
অগ্ন্যুৎপাতের মতোই অবশ্যম্ভাবী ছিল আমাদের সাক্ষাৎ।
স্নিগ্ধ নদীর পাড়ে আমাদের সাক্ষাৎ হবে বলে
অজস্র ঝর্ণাধারা বয়ে গেছে অবিরল কঠিনের বুক চিরে
সৃষ্টি করেছে সুবিশাল সমুদ্র অর্থাৎ ভালোবাসার উপমা।
প্রকৃতির এই মহানুভবতায় এসো দীক্ষিত হই দু'জনে
এসো রূপান্তরিত করি প্রেমকে নিগুঢ় প্রার্থনায়।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪০
দরবেশমুসাফির বলেছেন: এসো রূপান্তরিত করি প্রেমকে নিগুঢ় প্রার্থনায়
অসাধারন