![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার হাতে হাত রেখে সূর্যাস্ত দেখবো
একদিন কথা দিয়েছিলাম
রাত্রির নীরবতায় ঝাউবনে দাঁড়িয়ে বলেছিলাম
আমি খুব একা মানুষ......
তোমার মুখের সেই চাপা অভিব্যক্তি
এখনো দুমড়ে-মুচড়ে ফেলে আমার হৃদয়
বিষন্ন সন্ধ্যার নির্জন প্রার্থনা সঙ্গীতের মতো।
যেন আমি একা থাকি চিরকাল
এই চেয়েছিলে বুঝি
ভেবেছিলে আমায় নিষিদ্ধ কোনো অসাধারণ মানুষ
শরীরের কোথাও নেই বুঝি হৃদয়।
অথচ দেখো, জীবনের এইসব সংকীর্ণ গলিপথে
মৃত্যু হয়েছে অনেক প্রতিভাবান প্রেমিকের;-
হয়তো আমারও হবে
এ হয়তো তোমারই প্রেমের চরম শর্ত।
একা মানুষেরা বারবার মেনে নিয়েছে
এইসব শর্তবেশী প্রচণ্ড দণ্ড।
তবুও আমি জানি-
অন্যকোথাও সুদূরের পৃথিবীতে
আমাদের দেখা হবে আবার,
উন্মোচিত হবে সেদিন হৃদয়ের সব প্রেম, সব ব্যথা
ভুলে থেকো ততোদিন আমায়-
ক্ষতি নেই!
©somewhere in net ltd.