![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে কবে হৃদয়জুড়ে
নতুন কথায়, নতুন গানে
সব হারানোর নীলচে ছোঁয়ায়
আমার মনের মনিকোঠায়।
দিনের শেষে পথের বাঁকে
ঘুটঘুটে এই অন্ধকারে
অন্ধ চোখের স্বপ্ন দেখায়
মরছি আমি সব হারিয়ে।
তুমি আসবে কবে হৃদয়জুড়ে
নতুন সুরে, নতুন তালে
হৃদয়সাগর উজার করে
আমার বুকের ধূসর চরে।
গভীর রাতে গহীন বনে
একলা ডাহুক কাঁদছে ধুঁকে
আমার মতো ভীষণ প্রেমে
সব হারানোর দু:খ ভুলে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪
কলিন রড্রিক বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯
সরকার আলমগীর বলেছেন: ছন্দ তাল খুব সুন্দর লাগল দাদা
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬
কলিন রড্রিক বলেছেন: ধন্যবাদ, সুপ্রিয়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭
আনিসা নাসরীন বলেছেন: সুন্দর