![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই কবে ভাগীরথির তীর হতে
শুনেছি তোমার কণ্ঠস্বর
ঝড়-বন্যা পাড়ি দিয়ে, নীশিরাত গান গেয়ে
আমি এসেছি এতদূর!
স্বাক্ষী আছে নিশাচর প্রাণীর যন্ত্রনাদগ্ধ চোখ
মৌসুমী বায়ুতে ভেসে আসা ছন্দময় মেঘমালা
প্রবল বন্যায় উদ্বাস্তু মানুষ।
স্বাক্ষী আছে জেলেদের ট্রলার, লণ্ঠন
লুটেরাদের অস্থায়ী ডেরা
ক্লান্ত অতিথি পাখিরা।
অথচ তুমি কতোদূর হেঁটে চলে গেলে
আমাকে তা বলোনি ।
সৈকতে আছড়ে পড়া মৃত এক নীল তিমির
নিথর চোখের মতো মর্মাহত তাই আমার হৃদয়!
ভাবি - আমিও কি তবে পথ হারালাম?
সেই কবে গোধুলি লগ্নে শুনেছি তোমার কণ্ঠস্বর
কী ভুলে তবে এসেছি এতটা দূর?
©somewhere in net ltd.