নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু তৈয়ব রোকন

মোঃ আবু তৈয়ব রোকন

স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মায়ের ভাষা বাংলায় মাতৃভূমির কথা বলি।

মোঃ আবু তৈয়ব রোকন › বিস্তারিত পোস্টঃ

তারুণ্যের আওয়াজ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

ডাক দিয়েছে তারুণ্য

যুদ্ধাপরাধীর বিচার চাই।

জেগেছে এবার বাংলার তরুণ

ফাঁসি হবে মুক্তি নাই।



চল্ চল্ শাহবাগে

প্রজন্ম চত্ত্বরে

ছোট বড় সকলে

যাচ্ছে যে দল বেধেঁ।



গণজাগরণ মঞ্চ থেকে হামিলনের বাশিঁ বাজে

সারা দেশের বাধঁ ভাঙ্গা ঢেউ

শাহবাগের মোহনায় আছড়ে পড়ে ।



আগুন ঝরা ফাগুনে

তারুণ্যের প্রতিবাদের ফুলকি উড়ে

গান, কবিতা নাট্য ছন্দে

অহর্নিশি দ্রোহের ঝড় ওঠে।



মুখরিত শ্লোগানে জাগ্রত জনতা

উৎসাহ দিতে আসছে দেখ

এ দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাসহ

আবাল বৃদ্ধা বণিতা।

আসছে দেখ সকল দল, মত ও পথের সারথী

বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রকাশ করছে সংহতি।



‘জয় বাংলা’ শ্লোগানে মুখরিত শাহবাগ

‘একাত্তরের হাতিয়ার - গর্জে উঠুক আর এক বার’।

‘ফাঁসি চাই, ফাঁসি চাই-রাজাকারের ফাঁসি চাই’;

‘পদ্মা-মেঘনা-যমুনা তোমার আমার ঠিকানা’;

‘ক-তে কাদের মোল্লা; তুই রাজাকার, তুই রাজাকার’

‘গ-তে গোলাম আজম; তুই রাজাকার, তুই রাজাকার’।



নানা রঙে, নানা ঢঙে

বিক্ষুদ্ধ জনতার প্রতিবাদ।

লাল সবুজের পতাকায় শোভিত

প্রতিবাদী তারুণ্যের হাত।



ব্যানার, ফেস্টুন প্লাকার্ডে

সর্বত্র এক দাবি

বুকে পিঠে মাথায় লেখা

চাই রাজাকারের ফাঁসি।



অভিনব প্রতিবাদে সরব সারাদেশ

আন্দোলনে সংহতি জানাতে

তিন মিনিটের নিরবতায় নিস্তব্দ বাংলাদেশ।



অমানিশার অন্ধকার ঘুচাবে তারুণ্য

মোমের আলোয় আলোকিত বাংলাদেশ

অন্ধকারের অপশক্তিকে করবে নিশ্চিহ্ন।



শপথ নিল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

জাতীয় সঙ্গীতের সুরে

লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখবে আজীবনের তরে।



সময় এসেছে জেগে উঠার

গর্জে উঠো আর একবার।

তারুণ্য বাংলাদেশের

এই যুদ্ধের হাতিয়ার।



মাগো তোমার ভয় নাই

রাজপথ মোরা ছাড়ি নাই।

বাংলাদেশের মাটিতে

একাত্তরের যুদ্ধাপরাধীর ঠাঁই নাই।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

মোঃ আবু তৈয়ব রোকন বলেছেন: যারা একাত্তরে এদেশের মা বোনদের ইজ্জত লুন্টন করেছে, ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে, এদেশের বিবেক শ্রেষ্ট বুদ্ধিজীবিদের হত্যা করেছে , যারা বাড়ী ঘর পুড়িয়ে দিয়েছে ,যারা পাকিস্তানীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা সকলে যুদ্ধাপরাধী । আমরা যে দল বা যে মত বা যে পথের অনুসারী হয় না কেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে কোন আপোষ নেই। দাবি এখন একটাই যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। আপনি কি চান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.