নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৈনিক ভাবনা

রোকসানা হাবিব

আমি সামান্য একজন মানুষ। প্রতিদিন আমাদের চারপাশের অনেক কিছু নিয়েই আমার ভেতর বিভিন্ন ধরনের ভাবনা আসে। বিশেষ কিছু ঘটনা জীবনে অনেক দাগ কেটে যায় মনের ভেতর, সেগুলোই আমি এই ব্লগের মাধ্যমে লিখে রাখতে চাই আর সবার সাথে শেয়ার করতে চাই।

রোকসানা হাবিব › বিস্তারিত পোস্টঃ

লজ্জা

০৫ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৫০

ছোট গ্রামে থাকার মজা হল, সবাই সবাইকে চিনে। তাই আমি যখন জগিং করি তখন সবার সাথে কুশল বিনিময় করতে করতে যাই। এই সময় কেউ হয়ত আমার মতন জগিং করেন কিংবা কেঊ বা তার কুকুরকে নিয়ে হাটতে বের হন। এখানে কুকুরকে দিনে দুইবার করে হাটাতে হয়। আজ যখন জগিং করে ফিরে আসছিলাম তখন কাউকে দেখতে পেলাম না পার্কের ভেতর। আমি আর প্রকৃতি, অন্য রকম ভাললাগা নিয়ে বাতাসের স্পর্শ অনুভব করছিলাম তাই আমার দিকে যে একটা বড় জার্মান শেফার্ড তাকিয়ে আছে সেটা দেখতে পায়নি। কুকুরের চোখে চোখ পরার পর আমার মাথা থেকে ঘাম পড়া শুরু হল। আমি ভয়ে দাঁড়িয়ে কুকুরের মালিকে খুজতে শুরু করলাম। এরই মধ্যে মালিককে দেখতে পেলাম। মালিককে দেখে ভয়টা আরও বেড়ে গেল কারন লোকটার হাটু সমান উচ্চতায় আমার মাথা। তার উপর এই লোকটাকে আমি কখনও এই গ্রামে দেখিনি । লোকটা আমাকে দেখে হাই বলল। সে বুঝতে পেরেছিল আমি কুকুর কে ভয় পেয়েছি। তাই নিজেই কুকুরকে বসতে বলল। কুকুর সাথে সাথে বসে গেল। লোকটি আমায় বলল, তুমি ভয় পেও না, কুকুরটাকে প্রশিক্ষন দেওয়া আছে। ওর নাম রমি। ও জানে মানুষের সাথে বসবাস করতে হলে কিভাবে চলতে হয়। আমি অবাক হয়ে শুনলাম সব। তারপর কুকুরকে হাই বললাম কিন্তু রমি অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল। তখন লোকটি বলল, তুমি কিছু মনে কর না, রমি খুব লজ্জা পেয়েছে, ওর কারনে তুমি ভয় পেয়েছে তাই মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম ও কিভাবে বুঝতে পারল যে আমি ভয় পেয়াছি ? মালিক বলল তোমার আচরন দেখে ও বুঝে গিয়েছ।ওতো মানুষকে বুঝতে পারে। আমি লোকটিকে আর রমিকে বাই বললাম।

তারপর আমি আমার বাড়ির পথ ধরে চলে এলাম আর রমি তার মালিকের সাথে সোজা চলে গেল।আমি আবার পেছন ফিরে রমিকে দেখলাম আর ভাবছিলাম, আমরা মানুষ, আল্লাহ-র সৃষ্টির সেরা জীব। ছোট বেলা থেকেই লেখাপড়া করছি, মানুষের সাথে বসবাস করছি তারপরও কেন আমাদের কারনে কেঊ কষ্ট পেলে আমরা লজ্জা পাইনা? তাকে সরি বলি না, হয়ত মনে করি সরি বললে ছোট হয়ে যাব।পবিত্র রমজান মাস শুরু হইয়েছে, আসুন আমরা সবাই এই রমজান মাসে নিজের সাথে জিহাদ করি। নিজেদের অন্তরকে পরিছন্ন করি, মনের সব কালিমা ধুয়ে ফেলে, নতুন মানুষ হই।যে মানুষ অন্যকে সন্মান করতে জানবে, অন্যর ব্যথাই কষ্ট পাবে।হয়ত এই রমজানই আমাদের শেষ রমজান এটা মনে করলে কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং নিজেরা নিজেদের কাছে প্রমান করি আসলেই আমরা আল্লাহর শ্রেষ্ঠ জীব (আশরাফুল মাখলুকাত)। তাই ভাবলাম কাজটা প্রথমে নিজেই শুরু করি। আমার সব বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়েছি - বলেছি, যদি কেঊ আমার কোনও কথাই কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। আপনাদের সবার জন্য আমার দোয়া রইল (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, জৈন ও অন্যান্য ধর্মের)। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.