নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে আমি একজন অতি সাধারন ও নরম মনের এমনকি একজন স্বার্থপর মানুষ, নিজের পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই তবুও যেটুকু না বললেই নয় তাই বলি শুনুনআমার প্রকৃত নাম বিজয়, নিকট লোকেরাও ডাকে বিজয় নামে এই নামেই স্বাছন্দ্য বোধ করি।

রক্তিম বিজয়

আমি সেই কাব্য

রক্তিম বিজয় › বিস্তারিত পোস্টঃ

দেখেছি তোমাকে আমি

২০ শে মে, ২০১৭ সকাল ১১:৫২

দেখেছি তোমাকে আমি হলুদ বাতির আড়ালে,
দেখেছি ল্যাম্পের টিমটিম করে জ্বলতে থাকা আলোতে,
দেখেছি সকালের সিনগ্ধ মাখা আলোতে,
দেখেছি মাঝ রাতে ঘুম ভেংগে যাওয়ার সময়।

দেখেছি তোমাকে আমি বিকালের ঘর্মাক্ত রোদে,
দেখেছি হাজার রঙের ভিড়ে,
দেখেছি কল্পনার রঙুতুলিতে,
দেখেছি হাজারো রাত জাগা স্বপ্নে।

দেখেছি তোমাকে আমি পাশের ঘরের বারান্দাতে,
দেখেছি বুকের মাঝে ধুপধুপানিতে,
দেখেছি ব্যস্ত শহরে,
দেখেছি তোমাকে আমি আমার মাঝে।

#রক্তিম_বিজয়

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:২৫

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে। অভিনন্দন।

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৫

রক্তিম বিজয় বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২০ শে মে, ২০১৭ দুপুর ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: দেখেছি তোমাকে আমি আমার মাঝে।

বেশ ।বেশ ।

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৫

রক্তিম বিজয় বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২০ শে মে, ২০১৭ দুপুর ১:১৯

হাতুড়ে লেখক বলেছেন: তবুও তো দেখেছেন। আমি জন্মান্ধ।

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৬

রক্তিম বিজয় বলেছেন: চেষ্ঠা করুন পারবেন আশাকরি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.