নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন চলার পথে অনেক কিছু দেখেছি জেনেছি । অনেক দিন থেকেই লেখার চেষ্টা করছি কিন্তু সাহস পাই না । অবশেষে সিদ্ধান্ত নিলাম ভাল, খারাপ যাই হোক লিখব । ব্লগের সকলের সহযোগিতা চাই ।\n

সৈয়দ হাসানুজ্জামান (নয়ন)

৯৯৯

সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) › বিস্তারিত পোস্টঃ

বিভ্রান্তী

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২১

দুই বন্ধু একসাথে বসে টিভিতে Lux Rtv Star Award দেখছে ।এক বন্ধু আরেক বন্ধুকে বলল, আমি একটি গল্প বলি শুন । আদালতের কাঠঘড়ায় দাড়ানো এক লোককে বিচারক প্রশ্ন করছেন ।
তোমার নাম কি? লোকটি বলল, হুজুর, আমার নাম মো: আপেল তার বাপের নাম কি? হুজুর মো: আক্কাছ, তার বাপের নাম কি? হুজুর মো: আলমাস, তার বাপের নাম কি? লোকটির উত্তর, হুজুর, ও শালা তো হিন্দু থা হে হে হে........
দ্বিতীয় বন্ধু বলল, আমার একটি প্রশ্নের উত্তর দে । ইসলাম ধর্ম এই অঞ্চলে আসার আগে এই অঞ্চলের সকলে ছিল হিন্দু, তাহলে তো আমার জিনের মধ্যেও হিন্দুর জিন আছে ।
প্রথম বন্ধু বলল, আমি এর উত্তর দিতে পারব না, হুজুরদের কাছ থেকে জানতে হবে ।
দ্বিতীয় বন্ধু বলল, ইসলাম ধর্মে হুজুরদের মধ্যে নানা মতবেদ । এক গ্রুপ বলে, ঈদে মিলাদন্নূবী পালন করা গুনাহ, আরেক গ্রুপ বলে ঈদে মিলাদুন্নুবী অবশ্যই পালন করতে হবে । আবার নামাজ পড়ার সময় হাত বুকের উপর ভাজ করে নামাজে দাড়াতে হবে, আরেক গ্রুপ বলে নাভীর উপর হাত রেখে নামাজে দাড়াতে হবে, আরও অনেক প্যাচ । তাহলে আমি কোন গ্রুপের কাছে জানব ?

প্রথম বন্ধু বলে জানিস, মহাজ্ঞানীরা তাদের সকল মহা সৃষ্টি গাজা খেয়ে করেছেন ।
দ্বিতীয় বন্ধু লাফ দিয়ে উঠে বলে, আরে এজন্যই আমি মহান কিছু সৃষ্টির জন্য গাজা খাওয়া শুরু করেছি কিন্তু জানিস দোস্ত নেশা শেষ হয়ে গেলেই সবকিছু ভূলে যাই ।

প্রথম বন্ধু বলে এই দেখ, তারিনকে আজ খুব সুন্দর লাগছে ।
দি¦তীয় বন্ধু, এটা আবার নতুন কি? তারিন তো সব সময়ই খুব সুন্দর ।
আরে না । দেখছিস না তারিনের এক কানে অনেক বড় একটা ঝুমকা, আরেক কান খালি । এজন্যই আজ এত সুন্দর লাগছে ।
দ্বিতীয় বন্ধু, তুই আসলেই বোকা । আজ ভাল উপস্থাপনার নেশায় তারিন একটু বেশী গাজা খেয়ে ফেলেছে আর ভুল করে এক কানে ঝুমকা পড়েই ষ্টেজে চলে এসেছে ।
এরই মাঝে প্রভা ষ্টেজে এসেছে পুরস্কার নেওয়ার জন্য ।
দোস্ত প্রভার একটি নীল ছবি দেখেছি, খুব সুন্দর অভিনয় করেছে ।
প্রথম বন্ধু, আরে বোকা ওর বন্ধু ওর সাথে বিশ^াস ঘাতকতা করে এই ছবি অনলাইনে আপলোড করেছে । আমাদের দেশে নীল ছবি Allowed না ।

দ্বিতীয় বন্ধু, আমাদের দেশে সত্যিই প্রতিভার কদর নাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.