নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোমান হাসান রনি

রোমান হাসান রনি

রোমান হাসান রনি › বিস্তারিত পোস্টঃ

যাও সুখের সন্ধানে যাও

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

আমার বুকের অনন্ত ভালোবাসা দিয়ে আজীবন ধরে রাখতে চেয়েছি তোমায়।কিন্তু তুমি বুঝনি আমায়,বুঝনি আমার নির্দোষ ভালোবাসাকে।হয়তো আমার মাঝে এমন কিছুই তুমি খুঁজে পাওনি ভালবাসার মত।তাই আমাকে নিয়ে তুমি অনেক বিষণ্ণতায় ভুগছো। যদি তুমি মনে করো আমার হৃদয়ে থেকে তুমি সুখ পাবে না।তবে যাও তুমি সুখের সন্ধানে যাও।আমি তোমায় পিচু ডাকবো না।যেখানে গেলে তুমি তোমার মায়াবী সুখ ও হৃদয় ভরা অজস্র ভালোবাসা পাবে।সেখানে তুমি চলে যাও।কখনো তোমাকে অভিশাব দিব না।মন থেকে শুধু দোয়া করবো তুমি যেন,তোমার সুখ পাখিটা খুঁজে পাও।তোমার চোখে কখনও যেন অশ্রু না ঝরে।তোমার কোমল হৃদয় যেন,কখনো ভারাক্লান্ত না হয়।মন চাইলে মাঝে মধ্যে আমার সাথে দেখা করো।তবে ফিরে এসো না আর, আমার অগচলো নষ্ট জিবনে।আমিও তোমাকে আর আশা করবো না আমার ভাঙ্গা হৃদয়ে।তবে একটা প্রশ্ন তোমার কাছে থাকবে আমার আজীবন।যদি তুমি চলেই যাবে,তবে কেন এলে আমার জীবনে?তুমি তো অন্য কাউকে আগে থেকে ভালবাসতে।ওগো তবুও কোন মোহে এলে আমার অবুঝ হৃদয়ে?কেন কষ্ট দিয়ে দিয়ে আমার তারুণ্য জীবনটা কে করে দিলে পরিত্যক্ত?জানি এই সব প্রশ্নের উত্তর তোমার কাছে নেই।এবং তোমার কাছে সময় নেই এই প্রশ্ন গুলু নিয়ে ভাবার।এই প্রশ্ন গুলু তোমার কাছে নিতান্ত অহেতুক।কিন্তু আমার ভীষণ কষ্ট হয় ভাবতে।দু’চোখের অশ্রু স্রোত হয়ে ভেসে যাচ্ছে হৃদয়ের গভীরে।অন্য কেউ দেখবে বলে,বাথরুমে দরজা লাগিয়ে সীমাহীন কাঁদি অজানা দোষে।তবুও তোমাকে দোষারোপ করবো না।কারণ অল্প কিছু দিনের জন্য হলেও তো তোমাকে পেয়েছি এই হৃদয়ের নীড়ে।অবশেষে বলবো সুখে থেকো হাজার বছর ধরে।ভালো থেকো তোমার সুখ পাখিটা কে নিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.