নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোমান হাসান রনি

রোমান হাসান রনি

রোমান হাসান রনি › বিস্তারিত পোস্টঃ

অচেনা বিন দেশে আর ভালো লাগে না

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:৫৩

একটু শান্তির আশায় ছুটে বেড়াচ্ছি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ।কখনো হতাশার চাপ,অস্তিরতার উম্মাদনা।ফের কখনো ক্লান্ত হয়ে পড়ি নিজের অজান্তে।মাঝে মাঝে খুব বিরক্ত বোধ করি, তবুও থেমে থাকি না ।কষ্ট কে জয় করার চেষ্টা করি সারাক্ষণ।কখনো- কখনো লুকিয়ে অশ্রু বিসর্জন দিই ,আপন জনদের কে দেখি না বলে।একটি পরিত্যক্ত মহলে বসবাস করি ,কেউ নেই কোথাও।শুধু আমি একা -একাকী।জানি না কবে কখন ফের দুই চোখ ভরে দেখবো আমার সেই চেনা পরিবেশ কে।যার চারধারে সবুজ আর সবুজ ঘাস।বসন্তের মৃদু-মৃদু বাতাসে মন হারিয়ে যাবে কোন এক ললনার চুলের গন্ধে ।নিজে কে উজার করে দেবো পড়ন্তে গদুলির শেষ দিগন্তে।গাছের ডালে ডালে থাকবে ফুল আর ফুল।নিজের মাতৃ ভূমি ছেড়ে আজ আমি বহু দূরে ।অচেনা বিন দেশে আর ভালো লাগে না।মন প্রান কাঁদে প্রিয় মাতৃ ভূমির জন্য। কখন হবে প্রবাস জিবনের অবসান।প্রবাস জীবন আর লাগে না ভালো।কত কষ্টের ভিড়ে দিন যাচ্ছে কি করে বুঝাবো।শত কষ্টের মাঝে ও আপন জনের সাথে হাসি মুখে কথা বলি,মুখে হাজারও বলি আমি অনেক ভালো আছি।কিন্তু এই ভালো থাকার পিছনে কত যে অশ্রু ঝরে যায় আপন খেয়ালে।প্রতিদিন ভাবি আগামি মাসে দেশে চলে যাবো।কিন্তু আগামি মাস যেন আর ফিরে আসে না।এই ভাবে মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে তারন্যময় জীবন থেকে। জীবন থেকে হারিয়ে যাচ্ছে সোনালি মুহূর্ত গুলু।যা আর কখনো ফিরে আসবে না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৫৮

তোমোদাচি বলেছেন: কি আর বলব...

২| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:৪৯

ক্যপ্রিসিয়াস বলেছেন: এক দম ঠিক বলেছেন- জীবন থেকে হারিয়ে যাচ্ছে সোনালি মুহূর্ত গুলু।যা আর কখনো ফিরে আসবে না। আসলেই দেশে আর ভালো লাগে না ।

৩| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:৫৭

কেএসরথি বলেছেন: কোন দেশ?

৪| ০৫ ই জুন, ২০১৪ দুপুর ১:২৯

রোমান হাসান রনি বলেছেন: সংযুক্ত আরব আমি্রাত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.