নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোমান হাসান রনি

রোমান হাসান রনি

রোমান হাসান রনি › বিস্তারিত পোস্টঃ

হায়রে নিষ্ঠুর বিদেশ ?

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:৪০

যারা বাংলাদেশে আছেন তাঁরা হয়তো ভাবেন বিদেশ না জানি কত সুখের ,

বিদেশ গেলেই মনে হয় টাকার পাহাড় বা টাকার গাছ লাগানো , যেন

পাহাড় থেকে কুড়িয়ে আর গাছ থেকে ছিরে বস্তায় ভরে দেশে পাঠায় ।



আর বাড়ীতে ছোট ভাই বা যারা আছে তাঁরা ভাল ভাল পোশাক পরিধান করে

চোখে সানগ্লাস লাগিয়ে স্টাইল মেরে ঘুরেন ,আর ভাবেন মাস শেষ হলে তো

আবার টাকা আসবেই । কিন্তু কেউ কি কখনো খোঁজ নিয়েছেন ? আপনার ভাই

অথবা বাবা বিদেশে কি কাজ করে টাকা কামাই করে ।



কি করতে হয় এদেশে ? কয়েক দিন পর আসিতেছে ইদুল-ফিতর হাজার

টাকার নতুন কাপড় কিনবেন , নতুন দামি মোবাইল কিনবেন বিদেশের টাকা দিয়ে । এই টাকা কামাই করার জন্য যে কত অত্যাচারের শিকার হতে হয় তা মনে হয় আপনারা কেউ জানেন না । আজ আপনাদের মুখে এক মুঠো ভাত দেবার জন্য কত লাথি কত মাইর আমাদের খেতে হয় । এবং কি চুরি পর্যন্ত করতে হয়ে সংসারের চাহিদা মেঠাতে ।



এদেশের মানুষ আমাদের সাথে কি ব্যাবহার করে , তার পরেও থাকতে হয় আর্থিক অভাব অন্ঠনের কারণে । এমনো লোক আছে ম্যাচ খরচ পর্যন্ত হাতে থাকেনা । দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পার হয়ে যাচ্ছে , দেশে যেতে পারছে না টাকার অভাবে ।

সারা দিন অজস্র রোদে পুড়ে হাজারও বালু খেয়ে অনাবরত শ্রম দিয়ে যাচ্ছে।শুধু আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য।একবারও কি সেই মানুষটির কথা আপনারা ভাবেন।সে জীবন যোদ্ধা কেমন আছে? কি খাচ্ছে?

না আপনারা তার কথা ভাবার মত সময় পাচ্ছেন না। কারন আপনারা সারাক্ষন ফেইজবুকের নেশায় নিজেকে ডুবিয়ে রাখছেন।



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৪

মোহাম্মদ তুহিন১৫ বলেছেন: :( :( :(( :(( X( X( :-P :-P

২| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:৫০

ঢাকাবাসী বলেছেন: বাকোয়াস কথাবার্তা! ওয়ারেন বুফেটও বলে খাটতে খাটতে মরে গেলুম! উন্নত নিরাপদ জীবন অর্থ সবার এক নয় তবু অনেক আছে,। দেশে থাকলে ১০০০০ টাকার কেরানীর চাকরীও পেতনা এমন সব লোকেরা লাখ টাকা কামাই করছে! আর তবুও এসব নিয়ে হা হুতাশ করাটা বাংলাদেশীদের চিরকালের স্বভাব।

৩| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩১

বিবেক বিবাগী বলেছেন: একজন বহু কষ্ট করে ইনকাম করে, সেই টাকায় মৌজ মাস্তি করে বেড়ালেও টাকা ইনকামকারীর কোন খোঁজই নেয় না। আসলেই কষ্টদায়ক। :(

৪| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৮

রোমান হাসান রনি বলেছেন: ভাই ঢাকাবাসি আপনে কি কখনো মাতৃভুমি ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছেন নাকি।আপনার কথা শুনে আমার ধারনা আপনার বিদেশ সম্বন্ধে কোন সঠিক জ্ঞান নেই । তাই আপনে কাল্পনিক মন্তব্য করেছেন।যদি পারেন একটা কোম্পানির ভিসা নিয়ে বিদেশ আসেন, তারপর বুঝবেন বিদেশ কি?বিদেশে হাজার বাঙ্গালির মধ্যে ৮% স্বাবলম্বী আর ৯২% বাঙালি কি দারুন কষ্টে আছে। নিজের চোখে না দেখলে তা বিশ্বাস হবে না।

৫| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৪:০১

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: :|| :|| :|| :||

৬| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৯

কেএসরথি বলেছেন: আপনার কথা শুনে মনে হচ্ছে, আপনাকে জোর করে বিদেশে পাঠানো হয়েছে। এখন আপনি ওখানে কষ্ট করছেন, আর আপনার পরিবার আপনার টাকায় মজা লুটছে। X((

৭| ০৯ ই জুন, ২০১৪ রাত ৯:১০

জাফরুল মবীন বলেছেন: “ আজ আপনাদের মুখে এক মুঠো ভাত দেবার জন্য কত লাথি কত মাইর আমাদের খেতে হয়”-কথাটা হৃদয় বিদারক হলেও অনেকের মুখেই শুনেছি এবং সত্য।যারা খুব কষ্ট করে টাকা ইনকাম করে তাদেরই সবচেয়ে বেশী টাকার মূল্য বোঝার কথা।আপনার কষ্টার্জিত টাকাটা যদি আপনার পরিবারের সদস্যরা বিলাসিতায় খরচ না করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য উচ্চশিক্ষা,ব্যবসায় খরচ করে এবং সঞ্চয়ের দিকে মনোনিবেশ করে তাহলে হয়তো আপনার ছোটভাইটিকে এ অবস্থার মুখোমুখি হতে হবে না।সেখানেই আপনি খুঁজে পাবেন আপনার কষ্ট করার স্বার্থকতা।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.