![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজো খুঁজি তোমায় ঐ নীরবতার ভিড়ে
আজো গগনের প্রানে চেয়ে থাকি তোমার খোলা চিঠির আশায়
না না তুমি এমন হতে পারো না
আমায় ভুলে অচিন দূরে হারাতে পারো না
জানি তুমি ফিরে আসবে
আপন খেয়ালে কোমল হাতের ছোঁয়া আমায় আদর করবে
আমার বিশ্বাস তবুও তুমি আসবে, আসবে ফিরে ।
দুই হাত মেলে দাঁড়িয়ে আছি
তোমায় জড়িয়ে ধরবো বলে
ভালোবাসার গল্পের শেষ দুইটি লাইন
শুনাব তোমায় কাঁপা কাঁপা সুরে
পুড়ন্ত গদুলির শেষ বিকেলে
তুমি আবেগে কেঁদো না যেন । ।
আমি জানি তুমি ফিরে আসবে
হয়তো ফেরিয়ে যাবে শতাব্দী
আমার যত বেদনা তুমি নিয়ে নিবে
ঐ শান্ত নদীর তিরে তাল গাছে নিচে
বসবো দুইজন মুখামুখি হয়ে
এইভাবে কেটে যাবে অনন্ত কাল
ভালোবাসার পাগলা ঘোড়া চড়ে
অবশেষে ক্লান্ত হয়ে ফিরে আসবো কোন এক নব্য প্রভাতে
সুখের সোনালি উৎসবে ফের মেতে উঠবে দুইটি মন
ভুলে যাবো ফেলে আশা দিন গুলুকে
জানি তুমি ফিরে আসবে
হয়তো ফেরিয়ে যাবে শতাব্দী
২| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৭
রোমান হাসান রনি বলেছেন: ধন্যবাদ ইমাম ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ রাত ২:১৯
মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: কবিতা ভালো লাগলো।
কবির জন্য শুভ কামনা।।