নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোমান হাসান রনি

রোমান হাসান রনি

রোমান হাসান রনি › বিস্তারিত পোস্টঃ

তোমার ঠিকানাও হারিয়ে পেলেছি

২০ শে জুন, ২০১৪ রাত ১:৩৯

আজ একটি সুখের গল্প লেখতে গিয়ে হঠাৎ থমকে গেলাম।স্মৃতির পাতায় খুঁজে দেখি আজ আমার জীবনের সব চেয়ে কষ্টের দিন ছিল।ঠিক এই দিনের শেষ লাগ্নে তুমি আমার হাত ছেড়ে দিয়েছ খুব সহজে। হিসেব করে নিয়েছ নিজের জীবনের চাওয়া-পাওয়া।মন বদল করেছ অন্য মনে।ভুলে গেছো তোমার আমার সুখের সেই অতিত চাঞ্চল্যকর মুখরিত স্বপ্নকে।একটি বারও ভুল করে ভাবনী তোমাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচবো।ফেলে আসা মধুর ভাবনা গুলু তুমি নিমিষে ভেঙ্গে দিয়েছ শুধু বিশাল অট্রালিকার আশায়।আমি ভারাক্লান্ত বিষণ্ণ চোখে তোমার চলে যাওয়ার দৃশ্য ধারন করেছিলাম অবলীলায়।ডিমলাইটের আলোতে যতদূর চোখ যায় চেয়ে রহিলাম অপলক।বুকের পাজর ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল।ছলছল চোখের অশ্রু ঝরে ছিল অনাবরাত।কিন্তু তুমি একটিবারও পিছু ফিরে দেখনি।সেই দিনের তোমার নিষ্ঠুর আচরণের কথা মনে পড়লে আজো নিজেকে ধরে রাখতে পারিনা নিজের মাঝে।তোমার বিরহে আমি দেবদাস ছিলাম প্রায় কত মাস।তা ঠিক এখন মনে নেই।নির্ঘুম হাজারও রজনীতে কত যে দুই চোখের অশ্রু বিসর্জন দিয়েছি ঐ গগনের একাকী চাঁদ জানে।তোমায় গভীর বিশ্বাস করে আমার জীবনের সুখের আলো তুলে দিলাম তোমার হাতে।কিন্তু সেই তুমি আমাকে চরম ভাবে অবহেলা করে দূরে হারাবে কখনো ভাবিনী।কারন আমি তো তোমাকে কখনো স্বপ্ন দেখাইনি।তুমি আমাকে বিশাল স্বপ্ন দেখাতে।আমার বুকে মাথা রেখে ভালোবাসার হাজারও উপমা দিতে।ভালোবাসার ফসল হিসেবে তুমি একটি পুত্র সন্তান চেয়েছ নীরবে।আমি আলতো করে তোমায় ছুঁয়ে অভয় দিলাম।তুমি মহা খুশি হয়ে নিজের অজান্তে আমাকে জড়িয়ে ধরে কয়েকটি চুমু খেয়ে ভালবাসাকে আরও গভীরে নিয়ে গেলে।আজ সেই গভিরতা আমার অগোচলে জীবনের বেদনার নীল অধ্যায়।তবুও দিন চলে যায় তোমায় ভেবে।আজো ভুলিনি সেই তোমাকে।ভালোবাসি আগের মত করে।ফিরে আসবে না, তবুও তোমার পথে-প্রানে চেয়ে থাকি আনমনে। তুমি আমার দরিদ্রময় জীবনে কে ঘৃনা করে বেশ ভালো করেছো।তোমার ঘৃ্নাকে আমি পুঁজি করে আজ সত্যি স্বাবলম্বী ।আজ আমার চারধারে টাকা-পয়সা সবেই আছে, শুধু নেই তুমি।জানিনা তুমি কেমন আছো তোমার সুখের নীড়ে ।কিন্তু আমি অনেক ভালো আছি আমার আপন ঠিকানায়।
তুমি ভালবেসে যেই উপহার গুলু আমায় দিয়েছ।আজো আমি তা সযত্নে ধূলাবালু মুক্ত রেখেছি।
কত দিন হল তোমাকে দেখিনি।আজ তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করে।ইচ্ছে করে তোমার সেই মায়াবী উজ্জ্বল সুখের হাসি দেখতে। কিন্তু আমিতো ,
তোমার ঠিকানাও হারিয়ে পেলেছি ।দূর থেকে দোয়া করি,যেখানে থাকো সুখে থেকো।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৩:০৫

হানিফ খাঁন বলেছেন: চুমুও খেয়েছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.