নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন যখন আমি ছোট ছিলাম, তখন আমার দিগন্তব্যাপী বড় বড় স্বপ্ন ছিলো। এরপর কিভাবে কিভাবে যেন একদিন আমি বড় হতে শিখলাম, ব্যস্তানুপাতিক হারে আমার স্বপ্নরা শিখলো সংকীর্ণ হতে। আজ অণুবীক্ষণ হাতে মস্তিষ্কের আনাচে-কানাচে স্বপ্নদের খুঁজে বেড়াই। ঝাঁকঝাঁক নিউরন আবর্জনার ফাঁকে স্বপ্নরা কোথায় যেন বিলীন হয়ে গেছে!
সমবয়সী প্রেম ভালো কি খারাপ তা বলবো না। তবে একটি বিষয় ভাবছিলাম। উত্তর দিবেন কেউ?
বলা হচ্ছে ছেলে মেয়ে উভয়ের অধিকার সমান। বাহ খুব সুন্দর একটি কথা। এক হাজার লাইক দিলাম।
ধরুণ আমি আর আমার গার্লফ্রেন্ড সমবয়সী। চুটিয়ে কলেজ লাইফে প্রেম করেছি। বাহ! খুব সুন্দর কথা।
ধরুণ ভার্সিটি পাশ করার পর আমার গার্লফ্রেন্ডের জব হয়ে গেলো,আমার হলো না। অথবা আমার হলো, গার্ল ফ্রেন্ডের হলো না।
ফলাফল কি হবে ?
আমার জব হওয়া মাত্রই গার্লফ্রেন্ড বিয়ে করবো।
গার্লফ্রেন্ডের হলে আমাকে আর বিয়ে করবে না। বড়জোড় মাস ছয়েক সময় বেধে দিবে জব খুজে বের করার জন্য। তারপর আমাকে ভবঘুর ট্যাগ দিয়ে কেটে পড়বে।
হয়তো দুয়েকটা ব্যতিক্রম ঘটনা থাকতে পারে, ব্যতিক্রম কখনো উধাহরণ হতে পারে না।
ছেলেদের বড় ক্ষমতা হলো স্বাস্থ্যবান মানিব্যাগ অথবা স্মার্ট জব।
এই দুইটার একটাও ম্যানেজ করতে পারবেন না তো আপনি ঢেউটিন।
কাজেই এতো ভালোবাসা বাসি করে কি করবেন? পড়াশুনা,ক্যারিয়ার না গড়তে পারলে সব ফক্কা হয়ে যাবে। রিক্সায় শিশু খাদ্য হাতানো, পার্কে ডলাডলি, রাত করে ফোনে শরীর গরম, আর কপাল ভালো থাকলে লিটনের ফ্লাটে টি টুয়েন্টি ম্যাচ এই গুলি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
অনেকেই বলবে ভালোবাসা পবিত্র। ভালোবাসার ভিতর এগুলো নেই। কথা হচ্ছে ভাইয়া, ভালোবাসাটাই এখন আর নেই...
আমা্য় পাবেন এখানে
২| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪২
ইফতেখার ভূইয়া বলেছেন: "পড়াশুনা,ক্যারিয়ার না গড়তে পারলে সব ফক্কা হয়ে যাবে।" - এটাই মূল কথা।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫
নীল আকাশ ২০১৪ বলেছেন: এটা প্রকৃতি নির্ধারিত নিয়ম। প্রাকৃতিক ভাবেই মেয়েরা অল্প বয়সেই বিয়ের উপযুক্ত হয়ে যায়। প্রাকৃতিকভাবেই মেয়েরা পুরুষের তুলনায় শারীরিকভাবে দুর্বল, খর্বকায় এবং আবেগপ্রবণ হয়ে থাকে। তাই সম অধিকারের নীতি সবসময় খাটবেনা।