নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাকালো আমি।

আমি একজন অতি সাধারন মানুষ। সাদিাকালো আমি রঙিন জীবনের সপ্ন দেখি। জানিনা এ সপ্ন পূরন হবার কিনা। হয়ত বা হ্যা, হয়ত বা না।

সাদাকালো আমি। › বিস্তারিত পোস্টঃ

বালক যুগল-১

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪২

এখন যে পোষ্টটা আমি করিয়াছি এ

সম্পর্কিত আরো একটা পোষ্ট আমার

জৈনক বন্ধু #বাকরুদ্ধ এর আগে একবার

করিয়াছিল। কিন্তু এ পোষ্টের ধরনটা একটু

ভিন্ন।

যাইহোক আজ সকাল নয়, কি সারে নয়

ঘটিকায় মনোরঞ্জনের উদ্দেশ্যে আমাদের

গৃহের পাসে অবস্থিত পাঠশালার মাঠ

প্রাঙ্গণে উপস্থিত হইলাম।

অথচ মাঠে কাউকে প্রতক্ষ করিলাম না

তাই আমার মনোরঞ্জনের উদ্দেশ্য ব্যপক

আকারে ব্যাহত হইল।

মাঠ হইতে দুঃখ ভার আক্রান্ত হৃদয়

নিয়ে প্রত্যাবর্তনের প্রার্ককালে মাঠের এক

কোনে পত্যক্ষ করিলাম দুইজন প্রায়

সমবয়সী(৭-৯) বালক বাকযুদ্ধে লিপ্ত

হইয়াছে। আমি বিনোদনের আশায় কিয়ক্ষন

সেথা অবস্থান করিলুম এবং দেখছিলুম

বাকযুদ্ধ ক্রমাগত দৈহিক যুদ্ধে পরিনত

হইতেছে। বিষয়টা পুরোপুরি দৈহিক

যুদ্ধে পরিনত হইবার পর আমার মনে হইল যে,

ঘরে বসে WW সুপার স্টার দেখার

চাইতে এখানকার যুদ্ধ দেখা কিছু কম ভাল

না।

আমি আমার মত মনোরঞ্জিত হইতেছিলাম।

বালক যুগলের কোন একজন পূর্ণদৈর্ঘ

বাংলা ছায়াছবির লায়েকদের মারের শব্দ

করিতেছিল ওয়াইক ডি্সুম,ওয়াইক ডুপ

ডুপ,খুখা ইত্যাদি। ইহা শুনিয়া আমার আনন্দ

আর ধরে না।

বালক যুগল যুদ্ধে লড়িতে লড়িতে বহৎ

ক্লান্ত হইয়া একজন আরেক

জনকে জাপটাইয়া ধরিয়া রাখিয়াছে।।

বুজলাম তাহাদের লরিবার শক্তি ও সামর্থ

দুই নিস্বেস হইয়াছে।

আসেপাসে আর কাউকে না দেখিয়া বুঝিলাম

আমিই বয়যোষ্ঠ। তাই নিজেই

নিজের ওপর ডেপুটি মেজিসট্রেটের দায়িত্ব

আর্পন করিলুম এবং বালক

যুগলকে নিকটে ডাকিয়া বাকযুদ্ধ ও

পরে বাকযুদ্ধ দৈহিক যুদ্ধে পরিনত হইবার

কারন জানতে চাইলুম???

১ম বালক:-দেহেন আমি অর বড়, অয়

আমারে তুই কইরা কয় !

বুঝিলাম নিশ্চই এইখানে কাহারো সম্মান

হানি হইয়াছে তাই এ যুদ্ধ।

২য় বালককে আগ্গাদিলাম-

২য় বালক:- বয়সে বড় হইলেই হইব,

আমি পরি ফোরে আর অয় পরে থ্রী তে। অয়

আমারে তুই কইরা কয় !!

১ম বালক:-আমি যে বয়সে বড়।

হেইয়া কে কইব!!!

২য় বালক:-আমি যে তোমারতন উপরের

ক্লাসে পরি,হেইয়া!!!!

তাহাদের কথা শুনিয়া আমার বাজখাঁই অবস্থা। মাথার মাঁছি মরিয়া যাইবার উপক্রম

হইল!!! আরো কত কি উপসর্গ যে দেখা দিল

রে ভাই!!!

নিজেরে কোন মতে সামাল দিয়া।

বিচারকার্যের মন্তুবি ঘোষনা করিলাম।

যুক্তি-তর্ক অন্য বিচারকের

সামনে উপস্থাপন করিবার আদেশ দিলাম।

এবং বলিলাম আমি এ বিচারকার্য সম্পন্ন

করিতে পারিবনা। আমি বিব্রত বোধ

করিয়াছি!! কথা শেষ হইবার আগেই

চামে প্রস্থান করিলাম।।

[তারেক জিয়ার বিচারকার্য সম্পন্ন

করিতে যাইয়া যদি, পরপর তিন বিচারপতির

বেঞ্চ

বিব্রতবোধ করিতে পারে!!!!

তা হইলে আমি SSC পাস মেজিসট্রেড

তা এক বার করিতে পারিব না কেন।

কিন্তু আপনারা বলেন তো এ বিচারের রায়

কি হইতে পারে????????

#মনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.