নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাকালো আমি।

আমি একজন অতি সাধারন মানুষ। সাদিাকালো আমি রঙিন জীবনের সপ্ন দেখি। জানিনা এ সপ্ন পূরন হবার কিনা। হয়ত বা হ্যা, হয়ত বা না।

সাদাকালো আমি। › বিস্তারিত পোস্টঃ

আমার বড় ভ্রাতা-২

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৮

আমার বড় ভ্রাতা কিছুদিন আগে,

আমাকে এক খানা সিম কার্ড দিয়েছিল।

তাতে নাকি একশত কুড়ি মেগাবাইট মজুত

আছে। খুশিতে আত্বহারা পূর্বক সিম কার্ড

খানা আমার, অত্যাধিক

দামি মোবাইলে স্থাপন কিরলুম। এবং দেখিলুম

একখানা SMS মোবাইলের

স্কীনে কড়ানাড়িতেছে। আমি তা পর্যবেক্ষণ

কিরলুম এবং গ্যাত হইয়া ঝিম

মারিয়া কিয়ক্ষন বসিয়া রইলুম! SMS

টাতে লিখা ছিল '"এমনি করবা, মোবাইল বন্ধ

কেন"' আমার জানামতে আমার কোন জৈনক

বালক আথবা বালিকা বন্ধু নাই, যারা আমােক

তুমি বলিয়া সম্ভদন কিরিবে। কারন

তাহাদিগের মুেখ (তুমি) বলিবার মত মধু ত দূের

থাক, শীতকাল বহমান তবু (তুই) বলার

মধ্যে রসও খুঁেজ পাওয়া যাইবে না। however

আমিও একখানা SMS প্রেরন করিলুম"'

হুএমনি করুম"' কিছু কাল পরে তাহার

প্রতিউওর আসিল, এবং বুঝিতে পারিলুম

যে This SIM (Subscriber Identification

Module) isn't my SIM, This SIM is my

brothers SIM. তাহার সহিত এ সর্ম্পকেও

অবগত হইলুম যে, আমার জৈনক বড়

ভ্রাতা কোন জৈনক বালিকার সহিত প্রেম

আলােপ লিপ্ত হইবার চেস্টা করিতেছে।

তাহােদর প্রেম- আলাপ প্রাথমিক পর্যায়

অবস্থান করিতেছে।

আমি আরো বেশী নিশ্চিত হইবার জন্য, এক

খানা (M-Spy) গোয়েন্দা সওফটওয়ার

বা Various তাহার মোবাইলে ছারিয়া দিলাম।

কারন সে call forward করিয়া রাখিয়াছিল।

অতঃপর ২ নিশী ১দিবা পর্যবেক্ষন

করিয়া তাহার সত্যতা সম্পকে নিশ্চিত

হইলাম। হুঁ,, ইতঃপূের্ব আমি তাহার অনেক

প্রেম-আলাপের, জলজান্ত সাক্ষি ছিলাম।

কিন্তু এইবার অয় আমার চেও বেশী বাটপার

হইয়াগেছ। আমারে না জানাইয়া প্রেম-

আলাপে লিপ্ত হইবার বৃথা চেস্টা করিতেছে।

এর কারন টা অবশ্য আমি নিজেই :-

ইতঃপূের্ব ওর প্রেমের জলজান্ত

সাক্ষি হইয়া অনেক টাকা আমি গলায়ধ্বন

করিয়াছি। 'আবার তাহার সহিত বিবােদ

অংশগ্রহন করিয়া তাহার কূ-কৃর্তির

কথা জৈনক জননীেক অবগত করিয়া তাহােক

ঝারপোক এবং উওম মাধ্যম ও খাওয়াইছি।

তাই এইবার সে আমােক আবগত করার মত

বড় ভুল করে নাই। তবুও আমি অবগত হইলুম।

ভাবিতে লাগিলুম এখন কি করা যায়।

জননী কে অবগত করিব? না তা এইবার

হইবে না। কারন গত দীবােলােক আমি পড়ায়

আত্নমননিবেস করি নাই, তাহার

ফলপ্রসুতিতে, তার ওপর ঝারপোক ও উওম

মাধ্যম পড়ার মূহুর্তে যে আমার গায়েও

ছিটে ফোঁটা লাগবে আমি তা নিশ্তিত। যদিও

আন্য সময় হইলে এর ব্যাতয় ঘটিত

কিনা তা আমার জানা নাই। ভ্রাতা আমার

তথাকথিত গভীর প্রেমে মগ্ন।,

আমি যানি এবং সুনিশ্চিতও বটে যে,

সপ্তােহর শেষাংেশ তাহােদর তথাকথিত

প্রেমের ব্রেকআপ সংঘটিত হইবে।

এবং আমার ভ্রাতা যে অর্থ

বর্তমানে মোবাইলে লোকসান করিতেছে,

তাহার দ্বিগুন নগদে সে গ্র হন

করিছে বা করিবেই করিবে।

এবং তাহা হইতে কিছু ভাগও আমি পাইব

বটে।।

তা না হইলে যে তাহার প্রতিভার গোমর

আমি ফঁাস করিবই করিব।

যানি এটা কোন মহাভারত বা রামায়ন নয়।

যে ফেবুতে শেয়ার করতে হবে। তবুও

আমি আপনােদর

কাছে দোয়া প্রাথী যাতে যথা সময়

আমি আমার ভাগের অর্থ নগদে গ্রহন

করিতে পারি।।।

# মনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.