![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে মেয়েটা নিজের সতীত্ব বহু আগেই
হারিয়েছে সেও চায় সৎ বর।এটা তার
আকাংক্ষা।
যে ছেলেটা নষ্টামির গুরু ছিল সেও চায়
সৎ আদর্শবান রমনী।
এটা তার প্রত্যাশা।
যে ছেলেটা ধূমপান ছাড়া এক মূহুর্তও
চলতে পারে না সে ছেলেটাও স্ট্যটাস
দেয় "ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর"।
সেও চায় অন্যরা ধূমপান না করুক ।
এটা তার চাওয়া।
.
যে মেয়েটা সারা বছর পাঠ্য বইটি খুলেও
দেখেনি সেও চায় পরিক্ষায় ভালো
রেজাল্ট । এটা তার আশা।
যে ছেলেটা পাঁচ দিনেও পাঁচ ওয়াক্ত
নামায পড়েনা সেও বলে "নামায
বেহেস্তের চাবি ,
এটা তার উপলদ্ধি।
জীবনের সংজ্ঞায়নটা বড়ই অদভূত !
অদভূত এই জীবনটা গড়ে উঠে একরাশ
আশা, আকাংক্ষা, চাওয়ার পাওয়ার
সমীকরন ঘিরে।প্রতিদিন ভাবি
আগামীকাল, একটা কিছু হবে...
ভাবতে ভাবতে দিন গড়িয়ে রাত্রি চলে
আসে।
এখনও ভাবছি,
আগামীকাল, একটা কিছু হবে...
কিন্তু সে আগামীকালটা যখন আজ বা গতকাল হয়ে যায় তখনও আমাদের আগামীকালের সপ্ন ফুরয় না।
এ এক অদ্ভুত উটের পিছে চলছে জীবন।
দেখি একটু পরিবর্তন করা যায় নাকি জীবন ধারাটাকে। যা করার আজি করি আগামী কালের অপেক্ষায় আর আজ নয়।।
২| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮
সাদাকালো আমি। বলেছেন: হু এক ঘেয়ামি জীবন আর ভাললাগে না।। #কাবিল।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৩
কাবিল বলেছেন: দেখি একটু পরিবর্তন করা যায় নাকি জীবন ধারাটাকে। যা করার আজি করি আগামী কালের অপেক্ষায় আর নয়।
হুমম ঠিক বলেছেন।