নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোমেল রহমান এর ব্লগ

রোমেল রহমান

রোমেল রহমান › বিস্তারিত পোস্টঃ

শহীদ দিবসের ভোরে রাজশাহী কলেজে,

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০



আজ শহীদ দিবসের ভোরে রাজশাহী কলেজে গিয়েছিলাম । শহীদ মিনারে জানাচ্ছে শ্রদ্ধাঞ্জলী। গান বাজছে ‘ ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ সাজানো হয়েছে কলেজের প্রান ভবনের সামনের অঙ্গন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন একজন ‘ভাষা সেনিক।’ সভাপতিত্ব করবেন কলেজের অধ্যক্ষ। মূল ভবনে আলোজ্জ্বল করে তারিখ লেখা হয়েছে ‘21-02-2016' । এভাবেই কি কলেজ কর্তৃপক্ষ বাংলা ভাষা ও বর্ণমালার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ???.....। এই কলেই নতুন ভবন গুলোতে ভবনের নাম লেখা হয়েছে , ইংরেজী বর্ণমালায়। আগে এরকম হয়নি।
সবার উপরের ছবিটা রাজশাহী কলেজের , তবে এটা আমি তুলেছি এর আগে । স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তখন ভবনটি সাজানো হয়েছিল।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

সুমন কর বলেছেন: আরো কিছু ছবি দেয়া যেত..... তবুও, দেখে ভালো লাগল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

রোমেল রহমান বলেছেন: অনেক মোবারকবাদ

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি এই কলেজের ছাত্র ছিলাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

রোমেল রহমান বলেছেন: আস সালামু আলাইকুম । আমি ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত এই কলেজে পড়েছি। রসায়ন বিভাগে সম্মান শ্রেণীতে। রাজশাহী কলেজ মুসলিম হোস্টেলের ‘এ’ ব্লকে থাকতাম। আপনাকে অনেক মোবারকবাদ। বলে রাখি কর্ম জীবনে ১৯৮৩ থেকে ২০১১ পর্যন্ত আমি বিচার বিভাগে চাকুরী করেছি। ২০০০সাল থেকে অবসর গ্রহণের আগ পর্যন্ত জেলা ও দায়রা জজ পদে খুলনা, বরগুনা, ঝিনাইদহ , নোয়াখালী ও বরিশালে চাকুরী করেছি। আমার জন্য দোয়া করবেন।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

ডি মুন বলেছেন:
আমাদের শ্রদ্ধা দিবসকেন্দ্রিক এবং লোক দেখানো -- এটাই আসল কথা। সর্বস্তরে বাংলা চাই - শ্লোগানটা শুধুমাত্র একটি দিনের মধ্যে সীমাবদ্ধ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

রোমেল রহমান বলেছেন: আপনাকে অনেক মোবারকবাদ। আপনার সাথে একমত।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৩

আহসানের ব্লগ বলেছেন: +++

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমাদের ভাষাপ্রেম লোক দেখানো তাই কাজে কোন প্রকাশ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.