![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখনস্বপ্ন ছেঁড়া স্বপ্নবাজী -ভীষণ নীরব ব্যাথার ডোরে আপন ভুবন বেঁধে রাখি ।
রক্তে শিরশির কাঁপন এই মাঝ রাত্রিরে-
মোহিনী একটা তান বেজে চলেছে
বৈরাগী ধমনীতে।
একটা শরীর - গন্ধ আমার আধোয়া জামায় ।
একটা হাঁসি - গন্ধ আমার স্নায়ুতন্ত্রে ।
শব্দ - গন্ধ শ্রবনেন্দ্রিয়ে ।
মনে আছে আমি প্রতিক্ষায় ছিলাম-
কালো এক দীর্ঘ সন্ধ্যা মুঠোয় পুরে ।
কে জানে কৃষ্ণকায় সন্ধ্যার রূপ-
হয়তঃ শুধু রাধাই জানে ।
আমি জানতাম একটুখানি বৃষ্টি হবে ।
যে বৃষ্টিতে ভিজবেনা নাগরিক জীবন ।
ভিজবেনা ইট কাঠ পাথর ব্যস্ত রাস্তার ধুলিবালি ।
শুধু আমি ভিজে যাব!
ভিজে জবজবে হবে আমার শরীর ;
যে উত্তাপে আবারও বৃষ্টি হবে-
কেউ জানবেনা কোনোদিন ।
সিগারেট ছিল-
ছিল- আগুন; ধোঁয়াও ছিল -
ক্ষীণ দৃষ্টি চোখে ভারী কাঁচ-
কালচে ধূসর গোলকের ভেতর চিত্রকল্প।
মোনালিসা কিংবা ক্লিওপেট্রা নয়-
বাঁশরিয়া কৃষ্ণের বাঁশি যার জন্যে-
সে রাধাও নয় ।
না ভেনাসও নয় ।
সে অখণ্ড প্রতিক্ষা শেষে
রূপবতী হয়েছিল সেদিনের সন্ধ্যা ।
সন্ধ্যা আমায় কৃতজ্ঞতাও জানিয়েছিল ।
অথচ রাত্রির সাথে অভিমান
জ্যমিতিক হারেই বেড়ে চলেছে প্রতিদিন।
ত্রিচক্রযানে যেন স্থির হয়েছিল
পৃথিবী নামক অতিকায় গোলক ।
ক্লান্ত ঈশ্বর ঘুমিয়ে পড়েছিলেন
যেন পৃথিবীকে নিয়ে ভাবার ঢের সময় রয়েছে ।
ছিল শরীর - শিহরন ;
রক্ত তঞ্চনে একই তান ।
চোখ ছিল- ছিল সমুদ্র- ছিল ঢেউ ;
ডুবও ছিল ।
জীবনের জন্য- ভালবাসার জন্য-
হাহাকার ছিল-
ছিল চিৎকার ।
শুধু শব্দ ছিলনা ।
আমি অনুভব করছি ;
নিতান্ত অসাবধানতায় পাওয়া একটা স্পর্শ- গন্ধ -
সংকোচে নিজেকে লুকিয়ে রাখা স্পর্শ- গন্ধ ;
একটা নিবিড় স্পর্শ- গন্ধ ।
আমার বারান্দায় হিমশীতল গাঢ় অন্ধকার
এখানে এখন আগুন-
এখানে এখন ধোঁয়া -
এখানে এখন বৃষ্টি ।
৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
মুচি ভাই ।
২| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর!
৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
ইউ দ্যা বস
হাসান ভাই ।
কেমন আছেন ?
ফেসবুকে আপনার ছবি দেখার আগে আপনার একটা ছবি এঁকেছিলাম মনে মনে ।
মিলে নাই;
ভাবলাম ভাল চিত্রকর হওয়ার যোগ্যতা আমি রাখি না ।
হাঃ হাঃ হাঃ ............
ভাল থাকবেন ।
৩| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস ওয়ান রুমিভাই।
৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
আলাউদ্দিন ভাই
কেমন আছেন ?
শুভ সন্ধ্যা ।
৪| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
কালোপরী বলেছেন:
৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
রোমেন রুমি বলেছেন:
৫| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
নেক্সাস বলেছেন: অথচ রাত্রির সাথে অভিমান
জ্যমিতিক হারেই বেড়ে চলেছে প্রতিদিন
++++++++
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৫
রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ নেক্সাস
শুভ রাত্রি ।
৬| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১
লাবনী আক্তার বলেছেন: সন্ধ্যার কাব্য বেশ ভালো লাগল।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭
রোমেন রুমি বলেছেন: ভাল লাগল
তাই ভাল লাগা ;
ধন্যবাদ
লাবনী ।
শুভ রাত্রি ।
৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো আছি ভাই, আশাকরি আপনিও ভালো আছেন।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯
রোমেন রুমি বলেছেন: রক্তে শিরশির কাঁপন এই মাঝ রাত্রিরে-
মোহিনী একটা তান বেজে চলেছে
বৈরাগী ধমনীতে।
আমার বারান্দায় হিমশীতল গাঢ় অন্ধকার
এখানে এখন আগুন-
এখানে এখন ধোঁয়া -
এখানে এখন বৃষ্টি ।
এই ভাল থাকা ।
শুভ রাত্রি ভাই।
৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:০২
রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
স্বর্ণা দি
কেমন আছেন ?
৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৩০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার হয়েছে ব্রাদার ।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৪
রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
মাননীয় মন্ত্রী ।
শুভ রাত্রি।
১০| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৯
ফালতু বালক বলেছেন: আমার বারান্দায় হিমশীতল গাঢ় অন্ধকার
এখানে এখন আগুন-
এখানে এখন ধোঁয়া -
এখানে এখন বৃষ্টি
খুব ভালো।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২
রোমেন রুমি বলেছেন: ফালতু বালক
একটা হিমশীতল
ধন্যবাদ ।
১১| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৭
স্বপনবাজ বলেছেন:
সে অখণ্ড প্রতিক্ষা শেষে
রূপবতী হয়েছিল সেদিনের সন্ধ্যা ।
সন্ধ্যা আমায় কৃতজ্ঞতাও জানিয়েছিল ।
অথচ রাত্রির সাথে অভিমান
জ্যমিতিক হারেই বেড়ে চলেছে প্রতিদিন।
++++
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪
রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
স্বপ্নবাজ
আমিও চশমা পরি ।
১২| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমি জানতাম একটুখানি বৃষ্টি হবে ।
কবি ধন্য........... সরল সহজ ভালো লাগা.......
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮
রোমেন রুমি বলেছেন: বৃষ্টি হবার কথাই কেবল
সারাটা জীবন জানা হল ............
ধন্যবাদ
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
শুভ রাত্রি ।
১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
সোমহেপি বলেছেন: সুপার্ব !!
অনেক সুন্দর কবিতা।
ভাললাগা।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
রোমেন রুমি বলেছেন: আমাকে ধার দাও মায়া মধুবন
হৃদয় নিংড়ে সাজাই অথৈ রোদন ।
১৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২
মিঠেল রোদ বলেছেন: আপনার রুপবতী সন্ধা কাব্য সত্যিই আসাধারণ।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪
রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ মিঠেল ।
ঐ দিনের আতিথিয়তায় আমি মুগ্ধ ।
এমন আতিথিয়তার প্রতীক্ষায় রইলাম ।
হাঃ হাঃ হাঃ ...............
ধন্যবাদ।
১৫| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১
পথিক নোমান বলেছেন: একেবারে শ্বাষরুদ্ধ হয়ে পড়েছি। অসাধারন.......।।।
০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:০৫
রোমেন রুমি বলেছেন: কেমন আছিস ?
অনেক দিন ব্লগ দেখা হয় না।
পড়াশুনার কি অবস্থা ?
১৬| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সোমহেপি বলেছেন: Click This Link
০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:০৭
রোমেন রুমি বলেছেন:
১৭| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
সুন্দর!!!!
বেশ ভালো লাগলো !
অনেক শুভেচ্ছা জানবেন
২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:২২
রোমেন রুমি বলেছেন: অনেক ধন্যবাদ রাজকন্যা
ভাল থাকবেন সব সময় ।
শুভ রাত্রি ।
১৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২
বোকামন বলেছেন:
অতি সুন্দর একখানা কাব্য ! !
৭ম ভালোলাগা :-)
কবির জন্য আমার শুভকামনা রইলো ......।
২২ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৪
রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
বোকা ভাই ।
কেমন আছেন ?
অনেক ভাল থাকবেন।
শুভ রাত্রি ।
১৯| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:৫২
চাঙ্কু বলেছেন: আপনার কবিতা পড়ার পরে আবার বুঝলাম কবিতা বোঝার জন্য আমার এন্ট্যানাকে কবিরাজের কাছে পাডাইতে হবে।
২২ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৩
রোমেন রুমি বলেছেন: হা হা হা ...............
মন্তব্য পড়ে বেশ মজা পেলাম ;
অনেক অনেক ভাল থাকুন চাঙ্কু ভাই
শুভ রাত্রি ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৭
মুচি বলেছেন: অথচ রাত্রির সাথে অভিমান
জ্যমিতিক হারেই বেড়ে চলেছে প্রতিদিন
+++
এখানে এখন আগুন-
এখানে এখন ধোঁয়া -
এখানে এখন বৃষ্টি ।