নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ

"তবু দলছুট একদল স্বপ্নবাজ বাঁধে নতুন প্রভাতগীত; ভৈরবীর সুরে বাঁধা স্বপ্নে বাঁধে নতুন ভোর। ভোরের সেই হিমালোক শিশির স্নানে যাবে সকল যাপিত জীবন। তিমিরভেদী মিছিল নিয়ে; হিমাদ্রিসম স্বপ্নে বয়ে"

রোমেন রুমি

আমি এখনস্বপ্ন ছেঁড়া স্বপ্নবাজী -ভীষণ নীরব ব্যাথার ডোরে আপন ভুবন বেঁধে রাখি ।

রোমেন রুমি › বিস্তারিত পোস্টঃ

মাতাল স্নায়বিক স্পর্শ

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯

একটা নীল অন্ধকারে ডুবে থাকা আমার সাথে

রাতভর কথা হয় তোমার ।

আমি টের পাই তোমার অস্তিত্ব আমার নিভৃত আত্মার ভেতর ।

আমার বৃষ্টি মুখর সন্ধ্যা

অথবা একাকি জ্যোৎস্না বিলাস রাত্রি গভিরে ।

তুমি কি জান !

হয়তঃ জান ।



আমি জানি সেই প্রথম দেখা তোমার চোখে কোন কাজল ছিল না,

কিছু কিছু চোখ আজন্ম কাজল মাখা ।

ছিল এক সমুদ্র কথা।

দুরন্ত ডুবুরী ক্লান্ত হওয়া গভিরতা ;

এত ঢেউ !

আমি আজও ভাল সাঁতার জানিনা ;

কে বলবে তোমাকে সেই কথা !



তোমার কণ্ঠে বেজে উঠল রবীন্দ্রনাথ !

রবীন্দ্রনাথ ভিন্ন আমার কোন দেবতা নেই-

পূর্বজন্মে তোমার আমার দেখা হয়েছিল কিনা আমি জানি না।



সেই হাসি !

আমারই আঁকা ; আমার তুলি, আমার ক্যানভাস !

খুব দ্রুত আমি যেন হারিয়ে যাচ্ছিলাম ;

বিলীন হয়ে যাচ্ছিলাম -

কোন এক অলীক অজানা গন্তব্যে ।

একটি মুহূর্তের জন্য আমি নিজেকে খোঁজার চেষ্টা করলাম ;

আমার সকল অনুভূতি দিয়ে -

যেন দীর্ঘ বছর মাটির অন্ধকারে লুকিয়ে থাকা কোন প্রাণে

প্রথম আলো স্পন্দন ।



আমি কি সত্যিই কোন ঘোর স্বপ্নে তলিয়ে গিয়েছিলাম !

বারবার নিজেকে প্রশ্ন করেও কোন উত্তর খুঁজে পেলাম না ।



শুধু জানলাম -

এতকাল যে বৃষ্টির প্রতিক্ষায় বসে থাকা

আজ সে বৃষ্টি আমায় ভিজিয়ে দিল ।



এখন আকাশ জুড়ে মেঘ;

বৃষ্টিহীন মেঘ !



আমার শৈশবের চাঁদটা যেমন ছিল ঠিক তেমনই আছে ,

চাঁদের বুড়িটার বয়সও যেন আর বাড়ে না !

শুধু জেলেদের মাছ ধরার মাচাটা যেন আরও জরাজীর্ণ হয়েছে ।

এবং আমার আকাশ জুড়ে মেঘ জমে;

শুধু বৃষ্টি হয় না।

বৃষ্টিহীন মেঘ ।



মন্তব্য ৩৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ।
কেমন আছেন ?

২| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১১

মিঠেল রোদ বলেছেন: বৃষ্টি বড় মায়াহীন।
অনেক ভাল লাগা কবি।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ মিঠেল ;
তোমার কি অবস্থা ?

৩| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪

টুম্পা মনি বলেছেন: চমৎকার।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৫

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি ।
শুভ দুপুর ।

৪| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর লিখেছেন কবি। ভাল লাগলো।

মাতাল স্নায়বিক স্পর্শ।স্পর্শ করেছে প্রাণে
কাটাও সারাবেলা হাসি আর গানে
অন্য কিছু নয়
শুধু প্রেমই প্রেমকে কাছে আনে।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

রোমেন রুমি বলেছেন: সেলিম ভাই
আজ সারাদিন ভাল থাকার তিব্র চেষ্টা !
এবং ভাল নেই এই কথা বলতে দ্বিধা নেই।
আমি ভীষণ হেরে যাওয়া একটা মানুষ ।

আবেগ নিয়ন্ত্রণের সাধ্য আমার নেই-
বোধ হয় ভাল থাকার অধিকার ও আমার নেই ।

শুভ রাত্রি ।

৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার শৈশবের চাঁদটা যেমন ছিল ঠিক তেমনই আছে ,
চাঁদের বুড়িটার বয়সও যেন আর বাড়ে না !
শুধু জেলেদের মাছ ধরার মাচাটা যেন আরও জরাজীর্ণ হয়েছে ।


এই লাইনগুলো মুগ্ধ করেছে ভীষণ ভাবে।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:২২

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
কান্ডারী অথর্ব।

আসলেই পৃথিবীর বয়স ক্রমশ বেড়েই চলেছে ভাবলেশহীন;
আমরা কেমন পরিবর্তিত হচ্ছি ।
অথচ ওই চাঁদের বুড়ি !

ভাল থাকবেন;
শুভ রাত্রি ।

৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা ++++++++++++++

১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২০

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
অপূর্ন ।

শুভ সন্ধ্যা ।

৭| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সোমহেপি বলেছেন: ক্ষ্যাত একটা লেখা হইছে।

১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

রোমেন রুমি বলেছেন: শালা এবার কুমিল্লায় আয় ক্ষ্যাত লেখার শরবত বানাইয়া তোরে খাওয়ামু ।
=p~
আসার সময় বিল্লালরে কইবি যাতে শরবতের উপাদান প্রস্তুত রাখে ।
তুই কি এখন সিলেট ?

৮| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

কবিতার যে অংশটুকু অনেক অনেক ভালো লাগলো, তা নিচে তুলে দিলামঃ

এত ঢেউ !
আমি আজও ভাল সাঁতার জানিনা ;
কে বলবে তোমাকে সেই কথা !

তোমার কণ্ঠে বেজে উঠল রবীন্দ্রনাথ !
রবীন্দ্রনাথ ভিন্ন আমার কোন দেবতা নেই-
পূর্বজন্মে তোমার আমার দেখা হয়েছিল কিনা আমি জানি না।

সেই হাসি !
আমারই আঁকা ; আমার তুলি, আমার ক্যানভাস !




পুনরাবৃত্তঃ পূর্বজন্মে তোমার আমার দেখা হয়েছিল কিনা আমি জানি না।

চমৎকার।

শুভ কামনা থাকলো।

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
সোনাবীজ ।

কেমন আছেন ?

শুভ দুপুর ।

৯| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: তোমার কণ্ঠে বেজে উঠল রবীন্দ্রনাথ !
রবীন্দ্রনাথ ভিন্ন আমার কোন দেবতা নেই-
পূর্বজন্মে তোমার আমার দেখা হয়েছিল কিনা আমি জানি না।
++++++

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
স্বপ্নবাজ ।

ভাল থকবেন ।
শুভ বিকেল ।

১০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪০

শায়মা বলেছেন: আমি জানি সেই প্রথম দেখা তোমার চোখে কোন কাজল ছিল না,
কিছু কিছু চোখ আজন্ম কাজল মাখা ।
ছিল এক সমুদ্র কথা।
দুরন্ত ডুবুরী ক্লান্ত হওয়া গভিরতা ;
এত ঢেউ !
আমি আজও ভাল সাঁতার জানিনা ;
কে বলবে তোমাকে সেই কথা !

তোমার কণ্ঠে বেজে উঠল রবীন্দ্রনাথ !
রবীন্দ্রনাথ ভিন্ন আমার কোন দেবতা নেই-
পূর্বজন্মে তোমার আমার দেখা হয়েছিল কিনা আমি জানি না।



বাহ ভাইয়া!!!!


এই কবিতা তো আবৃত্তির জন্যই । আবৃ্ত্তি করে রেকর্ড করে আমাদেরকে শুনাও। প্লিজ! ভাইয়ামনি!!!:)

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৮

রোমেন রুমি বলেছেন: চেষ্টা করবো আপুমনি ;

কখনও কুমিল্লা আসলে আমাকে একটু বলবেন আপনাকে আমার আবৃত্তি দলের সাথে পরিচয় করিয়ে দিব । আর হবে ব্যপক আবৃত্তি ও গানের আড্ডা !

Click This Link

অনেক অনেক ভাল থাকবেন আপুমনি ।
শুভ দুপুর ।

১১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

বৃতি বলেছেন: বাহ, বেশ ভালো লাগলো ।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
বৃতি

ভাল থাকবেন
শুভ দুপুর ।

১২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৮

সাগর রহমান বলেছেন: আপনার কবিতা পাঠ হলো আজ প্রথম আমার জন্য।
বেশ কবিতা। ভাল লেগেছে।
অনেক শুভকামনা থাকলো।

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
সাগর ভাই ।

অনেক ভাল থাকবেন
শুভ দুপুর ।

১৩| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: শেষ তিন লাইন মনে থাকবে অনেকদিন । সুন্দর খুব !

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫২

রোমেন রুমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
অপর্ণা মম্ময় ।

আপনার ব্লগ নিক টা সুন্দর !
কিছু মনে না করলে আমি কি মম্ময় শব্দটার অর্থ জানতে পারি ?

ভাল থাকুন
শুভ রাত্রি ।

১৪| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার।
বেশ ভাল্লাগলো ||

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ মুন

শুভ সকাল ।

১৫| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: অপর্ণা বা মম্ময় দুটো নামেরই আলাদা আলাদা অর্থ আছে।

অপর্ণা - একজন ধ্যানমগ্ন দেবীর নাম।
মম্ময় - মম + মম ( মন ) । মন জুড়ে যার অবস্থান।

নিকের কারণে অনেকেই আমাকে মুসলিম ভাবে না , তাই দিদি বলে ডাকে ! আমি আর কারো ভুল ভাঙ্গাই না । তবে মনে রাখবেন এটা ব্লগ নিক শুধুমাত্র ! লেখালেখির জন্য ।

শুভকামনা রুমি :)

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৮:২৯

রোমেন রুমি বলেছেন: অপর্ণা শব্দটা জানতাম ;
মন্ময়টা অজানা ছিল জেনে ভাল লাগছে :)


আমার পরিচিতদের একটা বড় অংশ আমাকেও রোমেনদা বলে ডাকে ।


আপনার নামের সাথে আমার মনে হয় দিদিটাই বেশি মানায় ।যেমন- অপর্ণা আপু < অপর্ণাদি
অথবা মন্ময় আপু < মন্ময়দি :)


আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা ।
ভাল থাকবেন সব সময় ।

১৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:২১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর।

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৮:২৭

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
প্লিওসিন

শুভ সকাল

১৭| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
দ্বাদশ প্লাস।

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

রোমেন রুমি বলেছেন: ভাল লাগা
এবং
প্লাসের জন্য ধন্যবাদ ।

শুভ দুপুর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.