নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ

"তবু দলছুট একদল স্বপ্নবাজ বাঁধে নতুন প্রভাতগীত; ভৈরবীর সুরে বাঁধা স্বপ্নে বাঁধে নতুন ভোর। ভোরের সেই হিমালোক শিশির স্নানে যাবে সকল যাপিত জীবন। তিমিরভেদী মিছিল নিয়ে; হিমাদ্রিসম স্বপ্নে বয়ে"

রোমেন রুমি

আমি এখনস্বপ্ন ছেঁড়া স্বপ্নবাজী -ভীষণ নীরব ব্যাথার ডোরে আপন ভুবন বেঁধে রাখি ।

রোমেন রুমি › বিস্তারিত পোস্টঃ

সান্ধ্যপাখি

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

সান্ধ্যপাখি নীড় খুঁজে ফিরে চক্রাকার অন্ধকারে ।

যেখানে অনন্ত রক্তক্ষরণ - প্রপাত;

সেখানে তোমার শুদ্ধ স্নান !

ধূসর নক্ষত্রের হৃদয়ে কি ক্ষত -

আলো-অন্ধকারের ব্যবধান তার কতটা জানে !

তবু জীবন রসায়ন- ক্রিয়া অথবা মিথষ্ক্রিয়া;

প্রেম আমার শৈশবের পদ্মা !



সম্প্রসারিত মহাবিশ্বসম অসীম আয়তন হৃদয়ে

তবু অনাবাদি ঘাস -

বিবর্ণ ধূ ধূ বিকেলের দীর্ঘশ্বাস;

তপ্ত বালুকায় মাঝে মাঝে অন্ধকার হয় ঐ আকাশ।

গেলাস গেলাস কালো আলো চুষে চলেছে

অসহায় হৃদপিণ্ড !

ইনসমনিয়ায় আক্রান্ত চোখ যুগল বিস্ফারিত

নরম আলোর আবাহনে ।

আহা !

ভৈরবী বাতাসে ভাসে সান্ধ্যপাখি কান্না ।



ছল ছল জল জীবন দগ্ধ হয় -

শ্রাবণ রোদন শেষে ।

জৈব যন্ত্রের স্পন্দনে তবু একই মন্ত্র !



শ্রবণেন্দ্রিয়ের সজাগ অনুভুতি জানান দেয়

সেই মোহিনী বৃষ্টি কণ্ঠ-

শব্দরা ধীরে ক্লান্ত হয়;

থেমে থাকেনা নিজ কক্ষপথে অতিকায় এই গোলকের

নিরুদ্বেগ আবর্তন ।



স্বপ্নেরা সেই কবেই হয়েছে ব্রহ্মচারি ;

তবু ঘাসেরা খোঁজে অলীক অধর স্পর্শ !

তবু ঘুমচোখ সান্ধ্যপাখি স্পর্শ করে

মুঠো মুঠো ভালবাসা !

মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ।ব্রক্ষচারি > ব্রহ্মচারি :)

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০১

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
সেলিম ভাই ।

বানানটা খেয়াল করিনি ;
ঠিক করে দিলাম ।

ভাল থাকবেন
শুভ সন্ধ্যা ।

২| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

রোজেল০০৭ বলেছেন: চমৎকার লিখেছেন।

ভালো লাগা রইল।

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
রোজেল ভাই ।

ভাল থাকবেন
শুভ সন্ধ্যা ।

৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন:
স্বপ্নেরা সেই কবেই হয়েছে ব্রহ্মচারি ;
তবু ঘাসেরা খোঁজে অলীক অধর স্পর্শ !
তবু ঘুমচোখে সন্ধ্যাপাখি স্পর্শ করে
মুঠো মুঠো ভালবাসা !

সুন্দর কবিতা! ভালো লাগা!

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৫

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ

ৎঁৎঁৎঁ

ভাল থাকবেন
শুভ রাত্রি ।

৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: প্রথম অংশটুকু খুব সুন্দর !

সপ্নেরা সেই কবেই হয়েছে ব্রহ্মচারি > স্বপ্নেরা
মিথস্ক্রিয়া > মিথষ্ক্রিয়া

সন্ধ্যাপাখির কান্না বিষাদের জন্ম দেয়।
শুভকামনা রুমির জন্য।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৯

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
অপর্ণা মম্ময়

আমি অভ্র দিয়ে লিখি;
তাই বানানের এই অবস্থা ।
এখন ঠিক করে দিলাম ।

অনেক অনেক ভাল থাকবেন ।
শুভ রাত্রি ।

৫| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

বোকামন বলেছেন:
গেলাস গেলাস কালো আলো চুষে চলেছে ওয়াও !! [১+]
সুন্দর একটি কবিতা :-)

ভালো লাগা রইলো কবি..... ভালো থাকুন....।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২১

রোমেন রুমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
বোকামন ।

ভাল থাকুন সব সময়
শুভ রাত্রি ।

৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৫

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
স্বপ্নবাজ

ভাল থাকুন সব সময়
শুভ দুপুর ।

৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৫

নস্টালজিক বলেছেন: ইনসমনিয়ায় আক্রান্ত চোখ যুগল বিস্ফারিত
নরম আলোর আবাহনে ।
আহা !
ভৈরবী বাতাসে ভাসে সান্ধ্যপাখি কান্না ...



ভালো লাগলো লেখাটা!


শুভেচ্ছা নিরন্তর!

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩০

রোমেন রুমি বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল ।
ধন্যবাদ
নস্টালজিক

ভাল থাকবেন সব সময়
শুভ দুপুর ।

৮| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার কবিতা, বাহ !!

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩২

রোমেন রুমি বলেছেন: অনেক ধন্যবাদ মুন ।

অনেক ভাল থাকবেন
শুভ দুপুর ।

৯| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:

৪র্থ ভালো লাগা নেবেন !


:)
শুভেচ্ছা !

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭

রোমেন রুমি বলেছেন: ভাল লাগা নিলাম । :)

ধন্যবাদ
রাজকন্যা ।

ভাল থাকবেন সব সময় ।
শুভ দুপুর ।

১০| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

ইনসমনিয়ায় আক্রান্ত চোখ যুগল বিস্ফারিত
নরম আলোর আবাহনে ।
আহা !
ভৈরবী বাতাসে ভাসে সান্ধ্যপাখি কান্না ।



শ্রবণেন্দ্রিয়ের সজাগ অনুভুতি জানান দেয়
সেই মোহিনী বৃষ্টি কণ্ঠ-
শব্দরা ধীরে ক্লান্ত হয়;
থেমে থাকেনা নিজ কক্ষপথে অতিকায় এই গোলকের
নিরুদ্বেগ আবর্তন ।


চমৎকার +++++++

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
কান্ডারী ।

অনেক অনেক ভাল থাকবেন ।
শুভ দুপুর ।

১১| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩০

সোমহেপি বলেছেন: তপ্ত বালুকায় মাঝেবমাঝে অন্ধকার হয় ঐ আকাশ।
গেলাস গেলাস কালো আলো চুষে চলেছে

এইখানটায় একটু খটকা আছে।


প্রেম আমার শৈশবের পদ্মা !



প্রেম আমার শৈশেবর কানমলা :)

অনেক ভালো লাগলো।

চমৎকার কবিতা।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

রোমেন রুমি বলেছেন: তপ্ত বালুকায় মাঝেবমাঝে
এর আগের লাইনে বিবর্ণ ধূ ধূ বিকেলের দীর্ঘশ্বাস;
বলা আছে ; এই দীর্ঘশ্বাসে আকাশ অন্ধকার করে যে বালুকা সেটা রাস্তার ধুলাবালি না । আর এই আকাশ প্রতি মুহূর্তে কি অন্ধকার হয় ! তাই মাঝে মাঝে ।
গেলাস গেলাস কালো আলো চুষে চলেছে
অসহায় হৃদপিণ্ড !


এই কাল আলো অনেক কিছু -
ধর সিগারেটের ধোঁয়ায় তৈর জৈব যৌগ , দ্রাক্ষারস, বুকের ভেতর লুকান এক সমুদ্র যন্ত্রণা , কথা দিয়ে না রাখা কথা ............

এই ছাড়াও আলু, পটল, লবণ , তেল, ......
শালা !
তোকে এত কিছু বুঝাতে যা লিখলাম
পুরা লেখাতেও এতটা বোধহয় লিখতে হয়নি ।

:D :D

ভাল থাকিস ;
ফোন দিস ; ফোন করার মত টাকা নাই ।

১২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১১

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
হাসান ভাই ।

শুভ রাত্রি ।

১৩| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

তীর্থক বলেছেন: পড়তে খুবই ভালো লেগেছে। আর বুঝতে লেগেছে খুবই কঠিন। অন্তত ১০ বার পড়েছি। আরও কয়েকবার পড়তে হবে মনে হয়।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

রোমেন রুমি বলেছেন: হা হা হা .........
আমার কবিতা বোঝার জন্য এত কসরত !
কবিতার প্রতি আপনার ভালবাসার সহজ স্বীকারোক্তি ।
ভীষণ ভাল লাগল ।

আমরা যারা একটু আধটু লেখার চেষ্টা করি ;
আমাদের মধ্যে কথপকথন ; আলোচনা- সমালোচনা; মিথস্ক্রিয়া
আমদের লেখা এবং বোধকে মনে হয় কিছুটা সমৃদ্ধ করতে পারে ।

https://www.facebook.com/shongkhochill

অনেক অনেক ভাল থাকবেন
শুভ রাত্রি ।

১৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৯

টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৪

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
টুম্পা মনি ।

১৫| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক সুন্দর।

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

রোমেন রুমি বলেছেন: অনেক ধন্যবাদ
দূর্জয়

শুভ দুপুর ।


১৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৩

রোকেয়া ইসলাম বলেছেন: চমৎকার একটা কবিতা পড়লাম। খুব ভাল লাগলো।

পোষ্টে অনেক ভালো লাগা রেখে গেলাম।
ভালো থাকুন....।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:২২

রোমেন রুমি বলেছেন: পড়ার জন্য;
ভাল লাগার জন্য

অনেক ধন্যবাদ ।

শুভ রাত্রি ।

১৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:২০

খেয়া ঘাট বলেছেন: তবু ঘুমচোখ সান্ধ্যপাখি স্পর্শ করে
মুঠো মুঠো ভালবাসা ! আহা! কী সুন্দর প্রকাশ।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:১৫

রোমেন রুমি বলেছেন: ভাল লাগল জেনে
ভাল লাগছে :)

অনেক অনেক ধন্যবাদ
খেয়া ঘাট ।

ভাল থাকবেন সব সময় ।
শুভ রাত্রি ।

১৮| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতার ফুলেল ভাষা
ফলাতে জানে কাব্য
যিনি কাব্যিক চাষা
ভাললাগা +

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
পরিবেশ বন্ধু ।

শুভ দুপুর ।

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া।:)

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০১

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
আপুমনি :)

শুভ রাত্রি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.