নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ

"তবু দলছুট একদল স্বপ্নবাজ বাঁধে নতুন প্রভাতগীত; ভৈরবীর সুরে বাঁধা স্বপ্নে বাঁধে নতুন ভোর। ভোরের সেই হিমালোক শিশির স্নানে যাবে সকল যাপিত জীবন। তিমিরভেদী মিছিল নিয়ে; হিমাদ্রিসম স্বপ্নে বয়ে"

রোমেন রুমি

আমি এখনস্বপ্ন ছেঁড়া স্বপ্নবাজী -ভীষণ নীরব ব্যাথার ডোরে আপন ভুবন বেঁধে রাখি ।

রোমেন রুমি › বিস্তারিত পোস্টঃ

জ্যোৎস্নাগন্ধা শরীর

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৫

স্টেশন চত্বরে বর্ণময় জীবন স্রোত

মাঝে মাঝে সঙ্গী হয় একটা ঘাস-হৃদয় ।



আপন মনে যেন চলে যায় ট্রেন

চলে যায় যুবা-বৃদ্ধ ,

বর্ণ-ক্যানভাস -

কোলাহল , হলাহল , স্বপ্ন , জল- কাজল

মায়া-মোহ , মোহিনী সুর ;



থাকে শুধু স্মৃতি , প্রতীক্ষা-

ফেলে যাওয়া কান্না ।



মৃত্যু নগরী, নিরবতা- অন্ধকার ।



কখনও একা চাঁদ ;

জ্যোৎস্নাস্রোত !

অথবা ভীষণ অভিমানী জোনাকি ঘুম ।



অথবা জ্যোৎস্না রাতে কৃষ্ণপক্ষ গানে

কেঁপে উঠে দূরে ......

একাকী দাঁড়িয়ে থাকা

মন্দিরের ঘণ্টা ধ্বনি ।



এক পশলা বৃষ্টির তীব্র প্রতীক্ষায়

শুষ্ক চোখ !



ঘোর গভীর কালো আলোতে

যখন ডুবে থাকে সময়-

তখন ঝিঁঝিঁরা কাঁদে না হাসে -

এ গল্পের সত্যতা খুঁজে ফেরে

এমন দায় পড়েছে কার !



সন্ন্যাসী শব্দাবলি-

ঘর বাঁধার স্বপ্নে মাঝে মাঝে বিভোর হয় ।

শুষ্ক কণ্ঠনালীতে সুর তোলে অন্ধকারে

অ্যালকোহলিক আবেগ ।

সত্যি সত্যি জ্যোৎস্নারা একদিন গলে যাবে;

একটা জ্যোৎস্নাগন্ধা শরীর হবে !

মন্তব্য ৭৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০১

অলওয়েজ ড্রিম বলেছেন: বেশ ভাল লাগল। হাসি বানানে চন্দ্রবিন্দু নেই।

হাসা = হাসি দেওয়া।
হাঁসা = এক ধরনের পাখি।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৬

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ
ড্রিম ।

টাইপোগুলি ঠিক করে দেয়ার চেষ্টা করেছি ।

আরও আছে কিনা কে জানে আপাতত চোখে পড়ছে না ।

অনেক অনেক ভাল থাকুন ।
শুভ রাত্রি ।

২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি সত্যি জ্যোৎস্নারা একদিন গলে যাবে;
একটা জ্যোৎস্নাগন্ধা শরীর হবে !

সুন্দর কবিতায় প্রথম ভাললাগা । কিছু টাইপো চোখে পড়লো ।ঠিক করে দেয়ার অনুলোধ থাকলো। :) :)

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২০

রোমেন রুমি বলেছেন:

কেমন আছেন সেলিম ভাই ?

টাইপোগুলি ঠিক করে দেয়ার চেষ্টা করেছি ।

ভাল লাগার জন্য ভাল লাগা ।

ভাল থাকুন ।
শুভ রাত্রি ।

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল +++ রইল

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২১

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ কান্ডারী ভাই ।

শুভ রাত্রি ।

৪| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল লাগলো।
শুভ সকাল রোমেন ||

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৩

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ মুন ।

অনেক অনেক ভাল থাকুন ।

শুভ দুপুর ।

৫| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: শুস্ক কণ্ঠনালীতে সুর তোলে অন্ধকারে
অ্যালকোহলিক আবেগ

------ এই লাইনটা খুব সুন্দর।

পুরো কবিতাই সুন্দর। শুষ্ক হবে বানানটা

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

রোমেন রুমি বলেছেন: ধন্যবাদ আপু ।

কেমন আছেন ?

বানানটা ঠিক করে দিলাম ।
আপনি পড়লে বানান ভুল থাকার আর উপায় নেই :)
আপনি অনেক ভাল থাকুন ।
বাবুইর জন্য অনেক ভালবাসা ।

শুভ দুপুর ।

৬| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। অনেক ভালো লাগল।

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
কাল্পনিক_ভালোবাসা ।

ভাল থাকুন সারাক্ষণ সারা বেলা ।

শুভ দুপুর ।

৭| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯

একজন আরমান বলেছেন:
সুন্দর কাব্য। :)

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

রোমেন রুমি বলেছেন:
আরমান ভাই
শুভ দুপুর ।

কাব্য সুন্দর লেগেছে তাই
ধন্যবাদ ।

ভাল থাকুন সারাক্ষণ ।

৮| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

জুন বলেছেন: সত্যি সত্যি জ্যোৎস্নারা একদিন গলে যাবে;
একটা জ্যোৎস্নাগন্ধা শরীর হবে !


সেই সুন্দর আশায় থাকলাম রোমেন রুমি :)

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
জুন ।

কেমন আছেন ?
সুন্দরের আশায় আমিও আপনার সহযাত্রী :)

অনেক ভাল থাকুন ।
শুভ দুপুর ।

৯| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২১

পেন্সিল স্কেচ বলেছেন: সত্যি সত্যি জ্যোৎস্নারা একদিন গলে যাবে;
একটা জ্যোৎস্নাগন্ধা শরীর হবে
ভালো লাগল :)

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
পেন্সিল স্কেচ ।

ভাল থাকুন সব সময় ।
শুভ দুপুর ।

১০| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮

গোর্কি বলেছেন:
-ভাবাবেগের স্নিগ্ধতায় মুগ্ধ!

২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪

রোমেন রুমি বলেছেন:
আপনার সুন্দর মন্তব্য এবং মুগ্ধতার জন্য
ধন্যবাদ
গোর্কি ।

ভাল থাকুন সারা বেলা ।

শুভ বিকেল ।

১১| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯

রোমেন রুমি বলেছেন:

ধন্যবাদ
স্বপ্নবাজ ।

ভাল থাকুন ।
শুভ বিকেল ।

১২| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর পেলব অনুভূতি।

২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫

রোমেন রুমি বলেছেন:

ধন্যবাদ
হাসান ভাই ।
আপনার সুন্দর পেলব অনুভূতির জন্য
আমার ভাল লাগা ।
কেমন আছেন ?

ভাল থাকুন ।
শুভ বিকেল ।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :) :)

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪২

রোমেন রুমি বলেছেন: :) :) :) :) :)

ধন্যবাদ বর্ষণ ।

ভাল থাকুন ।
শুভ রাত্রি ।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতায় মুগ্ধ হলাম। শব্দ প্রক্ষেপণ চমৎকার; ভাবপ্রবাহ সুগভীর। খুব খুব ভালো।


জ্যোৎস্না রাতে কৃষ্ণপক্ষ গানে। এ কথাটা দ্বারা কী বোঝাতে চেয়েছেন? জোছনা কোন্‌ পক্ষে দেখা যায়? নাকি জোছনার সময়ে অমাবস্যা বা অন্ধকারের জন্য গনা বা কান্নাকে বুঝিয়েছেন?

সন্ন্যাসী শব্দাবলি- দারুণ একটা কথা। সন্যাসী এবং শব্দাবলি আমার প্রিয় শব্দ, এজন্য এতো ভালো লাগলো।

মৃত্যু নগরী নিরবতা- অন্ধকার। এই কথাটা মৃত্যু নগরীর নীরবতা- অন্ধকার। অথবা মৃত্যু নগরী, নীরবতা- অন্ধকার। হলে বেশি অর্থময় হয় বলে মনে করি।

শুভ কামনা রুমি ভাই।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩১

রোমেন রুমি বলেছেন: সোনা ভাই
আপনার মন্তব্য পড়ে ভীষণ ভাল লাগছে ।গতকালও আপনাকে নিয়ে কথা হচ্ছিল ফোনে আমার আর এক ব্লগার বন্ধু সোম হেপির সাথে ।

মৃত্যু নগরী নিরবতা- অন্ধকার।

এই লাইনটাতে আমি যে র / , মিস করে গেলাম এবং অর্থ যে কিছুটা গোলমেলে হয়ে যাচ্ছে এটা ঠিক আপনার চোখ এড়িয়ে যায়নি ।
সোনা ভাই আমি সত্যিই মুগ্ধ ।

জ্যোৎস্না রাতে কৃষ্ণপক্ষ গানে।

এই লাইনটায় আমি যা প্রকাশ করতে চেয়েছি সেখানেও আপনার বোধের অন্তরায় হয়নি । আমি শুধু আর একটু যোগ করছি- জ্যোৎস্নার আনন্দলোক বা আনন্দ ধারায়ও নিরবিচ্ছিন্ন যন্ত্রণারা প্রবাহমান ।

আপনার এই সরল আন্তরিকতায় সিক্ত হলাম; মুগ্ধ হলাম ।
সোনা ভাই ভাল থাকুন,
অনেক অনেক ভাল থাকুন ।
শুভ রাত্রি ।

১৫| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২১

সায়েদা সোহেলী বলেছেন: এক পশলা বৃষ্টির তীব্র প্রতীক্ষায় শুস্ক চোখ ! ----- +++

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

রোমেন রুমি বলেছেন: পাঠ এবং প্লাসের জন্য
ধন্যবাদ সোহেলী আপু ।

ভাল থাকুন ।

শুভ রাত্রি।

১৬| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ইমতিয়াজ ইমন বলেছেন: ভাল লাগলো

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪১

রোমেন রুমি বলেছেন: ভাল লাগার জন্য
ধন্যবাদ ইমন ।

ভাল থাকুন সব সময় ।
শুভ রাত্রি ।

১৭| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৪

বোকামন বলেছেন:
তখন ঝিঁঝিঁরা কাঁদে না হাসে -
এ গল্পের সত্যতা খুঁজে ফেরে
এমন দায় পড়েছে কার !



অ সা ধা র ণ !

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

রোমেন রুমি বলেছেন:

ধন্যবাদ
বোকামন ।

কেমন আছেন ?

ভাল থাকুন সব সময় ।
শুভ রাত্রি ।

১৮| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১২

রাইসুল নয়ন বলেছেন:





সালাম,কবি!!
আপনি দারুণ লিখেন।

আমি ব্লগে নতুন,তাই আপনাদের সবাইকে এখনও চিনে উঠতে পারিনি।
আশা করি একসাথে পথ চলতে পারবো আর আপনাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে।

ভালো থাকুন কারণে অকারণে।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

রোমেন রুমি বলেছেন:



ধন্যবাদ
নয়ন ।

আপনার মন্তব্যে সত্যিই খুব সম্মানিত বোধ করছি ।
আপনি যতটা ভাবছেন আমি হয়তঃ ঠিক ততটা নই ।
মাঝে মাঝে নিজের কিছু আবেগ অনুভূতি শব্দ দিয়ে গাঁথার চেষ্টা করি , তাও নিয়মিত লিখি না । তবে ব্লগের এই ভুবনে অনেক বোদ্ধা , জ্ঞানী মানুষের সন্ধান আপনি ঠিকই পেয়ে যাবেন । যাদের প্রতি আমারও অগাধ শ্রদ্ধা ।

আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি ।
অনেক অনেক ভাল থাকুন ।

শুভ রাত্রি ।

১৯| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৫

টুম্পা মনি বলেছেন: মৃত্যু নগরী নিরবতা- অন্ধকার ।

কখনও একা চাঁদ ;
জ্যোৎস্নাস্রোত !
অথবা ভীষণ অভিমানী জোনাকি ঘুম ।

কত কথা লুকানো কবিতার গভীরে! অনেক অনেক ভালো লাগা রুমি।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৯

রোমেন রুমি বলেছেন:

ভাল লাগার জন্য
ধন্যবাদ
টুম্পা মনি ।

আসলেই অনেক কথাই বলতে চেষ্টা করেছি :)

ভাল থাকুন ।
শুভ রাত্রি ।

২০| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে পুরোটাই।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০২

রোমেন রুমি বলেছেন:
ভাল লাগার জন্য
ধন্যবাদ
প্রোফেসর শঙ্কু ।


ভাল থাকুন ।
শুভ রাত্রি ।

২১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঝিঁঝিঁর শব্দ শুনতে ইচ্ছা করতাসে! মেলাদিন হলো শুনি না।

মুগ্ধপাঠ রুমি ভাই।

শব্দ প্রয়োগ অসাধারণ।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৯

রোমেন রুমি বলেছেন:

ধন্যবাদ
আলাউদ্দিন ভাই ।

কেমন আছেন ?

গ্রামে গেলে আমি এই ঝিঁঝিঁর ডাক শোনার জন্য গভীর রাতে বের হই । কখনো কখনো শয়তানগুলো মনে হয় বুঝে যে এই ব্যাটা আমাদের ডাক শুনতে বের হয়েছে তাই তারা ডাকে না
:)

তবে বর্ষায় গ্রামে এখনও ব্যাঙের ডাক ঝিঝির ডাক কিছু কিছু শোনা যায় ।
এক সাথে ঝিঁঝিঁ ডাক শোনার আমন্ত্রন রইল ।

ভাল থাকুন ।
শুভ রাত্রি ।

২২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪২

মাক্স বলেছেন: মুগ্ধপাঠ!

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৫

রোমেন রুমি বলেছেন:

ধন্যবাদ
মাক্স ।

কেমন আছেন ?
আপনি কি নোয়াখালী থাকেন ?
কোথায় যেন লিখেছিলেন ; ঠিক মনে পড়ছে না । কিছু দিনের মধ্যে একবার নোয়াখালী আসব ভাবছি । আশা করছি আপনার সাথে দেখা হবে ।

অনেক অনেক ভাল থাকুন ।
শুভ দুপুর ।

২৩| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭

সোমহেপি বলেছেন: সত্যি সত্যি জ্যোৎস্নারা একদিন গলে যাবে;


আহ! গলে যদি তরল পানীয় কিছু হতরে একদম খেয়ে নিতাম!

অনেক ভালো লাগা লেখায়।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯

রোমেন রুমি বলেছেন:
জ্যোৎস্না গলা তরল পানীয় :) :)
মন্দ হত না ।

তবে কণ্ঠনালীতে ঠিকমত পানীয় গেলে জ্যোৎস্নারা না গলে কোন উপায় নেই ।

লেখা ভাল লেগেছে ;
ধন্যবাদ ।

ভাল থাকিস ।

২৪| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩

ইখতামিন বলেছেন: অনেক ভালো হয়েছে

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৪

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
ইখতামিন

ভাল থাকুন সব সময়
শুভ সকাল ।

২৫| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ভিয়েনাস বলেছেন: থাকে শুধু স্মৃতি , প্রতীক্ষা-
ফেলে যাওয়া কান্না ।

মৃত্যু নগরী, নিরবতা- অন্ধকার ।
..... সুন্দর

জ্যোৎস্নার গন্ধ অনুভব করতে পারছি...

কবিতায় ভালো লাগা রইলো।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৮

রোমেন রুমি বলেছেন:

অনেক ধন্যবাদ ভিয়েনাস ।

জ্যোৎস্নার গন্ধ অনুভব করতে পারা একটা দুর্দান্ত ক্ষমতা ;
আমার ভাল লাগছে ।

সত্যি সত্যি জ্যোৎস্নারা একদিন গলে যাবে;
একটা জ্যোৎস্নাগন্ধা শরীর হবে !

ভাল থাকুন ভীষণ ।
শুভ সকাল ।

২৬| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

মাক্স বলেছেন: জ্বী আমি নোয়াখালীতেই থাকি, এক জায়গায় না অনেক জায়গাতেই লিক্সি!
সম্ভব হৈলে আপনার ফেবু লিংকটা দিয়েন!

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৪

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
মাক্স ।

আমার কেন জানি মনে হচ্ছিল কোথায় যেন দেখেছিলাম ।
আমার মনে হওয়াটা ঠিক ছিল ।
জন্ম সুত্রে আমিও নোয়াখালীর :)
এবার আসলে আপনার সাথে আশা করছি দেখা হবে
Click This Link

ভাল থাকুন সব সময় ।
শুভ সকাল ।

২৭| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

আপনার কবিতাগুলোয় ভিন্নতা যথেষ্ট।
এটা দারুন ব্যাপার।

দারুন।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫০

রোমেন রুমি বলেছেন:


আপনার সুন্দর মন্তব্যের জন্য
ধন্যবাদ
দূর্জয় ভাই ।

কতটা ভিন্নতা আছে জানি না । নিজের অনুভূতিগুলো শব্দে গাঁথার চেষ্টা মাত্র । আপনাদের ভাল লাগা বাড়তি পাওয়া ।

অনেক অনেক ভাল থাকুন ।
শুভ সকাল ।

২৮| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২

মামুন রশিদ বলেছেন: সুন্দর । খুব ভাল লেগেছে ।

++

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
মামুন ভাই ।

ভাল থাকুন সব সময় ।
শুভ দুপুর ।

২৯| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২১

সানড্যান্স বলেছেন: বাহ!! দারূন তো!

জোছনা গন্ধা শরীর!!!
অসম্ভব পছন্দ হইছে!! পোস্টে প্লাস!!!

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ

সানড্যান্স ।

আপনার সুন্দর মন্তব্য ভাল লাগল ।

ভাল থাকুন
শুভ দুপুর ।

৩০| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

মিঠেল রোদ বলেছেন: সত্যি সত্যি জ্যোৎস্নারা একদিন গলে যাবে;
একটা জ্যোৎস্নাগন্ধা শরীর হবে ।
ইস্ সত্যিই যদি এরকম হত।

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
মিঠেল ।

ইস্ সত্যিই যদি এরকম হত।
আসলেই যদি এমন হত :)

অনেক ভাল থাকুন
শুভ দুপুর ।

৩১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:০১

টুম্পা মনি বলেছেন: সন্ন্যাসী শব্দাবলি-
ঘর বাঁধার স্বপ্নে মাঝে মাঝে বিভোর হয় ।
শুষ্ক কণ্ঠনালীতে সুর তোলে অন্ধকারে
অ্যালকোহলিক আবেগ ।
সত্যি সত্যি জ্যোৎস্নারা একদিন গলে যাবে;
একটা জ্যোৎস্নাগন্ধা শরীর হবে !

চমৎকার।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৮

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
টুম্পা মনি ।


আপনার নিক এবং ছবি দুটিই সুন্দর !

ভাল থাকুন
শুভ রাত্রি ।

৩২| ২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শব্দ, উপমা, চিত্রকল্প ব্যবহারে আপনার দক্ষতায় অপার মুগ্ধতা।

২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৭

রোমেন রুমি বলেছেন:
আপনার সুন্দর মন্তব্য
এবং মুগ্ধতার জন্য ভাল লাগছে ।

ধন্যবাদ
জুলিয়ান ভাই ।

অনেক অনেক ভাল থাকুন
শুভ বিকেল ।

৩৩| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০০

এক্সপেরিয়া বলেছেন: সুন্দর কবিতা ।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
এক্সপেরিয়া ।

ভাল থাকুন
শুভ দুপুর ।

৩৪| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
কিছু কিছু শব্দের ব্যবহার চমৎকার,
আর পুরো কবিতাটাই মোহময়........

শুভকামনা রইল।।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫০

রোমেন রুমি বলেছেন:

ধন্যবাদ
সোনালী ডানার চিল ।

আপনার নিকটা সুন্দর । কেমন যেন জীবনানন্দকে মনে পড়ে যায় । জীবনানন্দ আমার প্রিয় কবি ।

অনেক অনেক ভাল থাকুন ।
শুভ রাত্রি ।

৩৫| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮

রোকেয়া ইসলাম বলেছেন: খুবই ভাল লাগলো। চমৎকার একটা কবিতা। এক কথায় অসাধারন। কবিতায় অনেক ভাল লাগা রেখে গেলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
রোকেয়া ইসলাম ।

উত্তর দিতে দেরি হয়েছে ; দুঃখিত ।
আজ অনেক দিন পর অনলাইনে আসলাম ।

অনেক ভাল থাকুন
শুভ রাত্রি ।

৩৬| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১

আরজু পনি বলেছেন:

উফফফ !
অসাধারণ লাগলো ...

অনেক দারুণ লিখেছেন ।

শুভকামনা রইল । লিখে যান এভাবেই ।।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ আপু
অনেকদিন ব্লগে আসা হয় না।
তাই উত্তর দিতে দেরি হল।
আন্তরিকভাবে দুঃখিত ।

কিছুটা ব্যাস্ত ; ব্যাস্ততা শেষে আবার নিয়মিত হব আশা করছি ।

অনেক অনেক ভাল থাকবেন।

শুভ রাত্রি ।

৩৭| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭

শায়মা বলেছেন: অনেক সুন্দর!!!

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫১

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ আপুমনি

তুমি কেমন আছ ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.