নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ

"তবু দলছুট একদল স্বপ্নবাজ বাঁধে নতুন প্রভাতগীত; ভৈরবীর সুরে বাঁধা স্বপ্নে বাঁধে নতুন ভোর। ভোরের সেই হিমালোক শিশির স্নানে যাবে সকল যাপিত জীবন। তিমিরভেদী মিছিল নিয়ে; হিমাদ্রিসম স্বপ্নে বয়ে"

রোমেন রুমি

আমি এখনস্বপ্ন ছেঁড়া স্বপ্নবাজী -ভীষণ নীরব ব্যাথার ডোরে আপন ভুবন বেঁধে রাখি ।

রোমেন রুমি › বিস্তারিত পোস্টঃ

বোহেমিয়ান

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭





রাত জেগে থাকার বদ অভ্যাসটা ঠিক আগের মত-

আমাদের সাদা রঙ শরত স্বপ্নরা এখন বালিকা বধু !

সোডিয়াম আলোর কাছে ভীষণ ভাবে হেরে গেছে আমাদের জ্যোৎস্নারা;

তোমার সেই হাসিটা আজ অনেকদিন পর- ঠিক আগের মত

সুচিশ্মিতা !

তুমি কি আগের চেয়ে আরও ভাল গান কর ?

একদিন কোন রূপালি আলোর রাতে আমি ও মেঘেরা দল বেঁধে তোমার গান শুনব ভেবেছিলাম ।

সেই কবিতাটা আমার হয়তঃ আর কোনদিনই লেখা হবে না ;

কবিতাতো চাইলেই লেখা যায় না ।

ঘাসের বিছানায় বসে আঁকা জীবনের সেই ছবিগুলো মাঝে মাঝে বঙ্কিম হাসি ছুড়ে দেয় ; আমার কষ্ট হয় কিনা বুঝতে পারিনা !

মানুষের মত আমিও একদিন কি ভীষণ কেঁদেছিলাম ; কিন্তু- আমি যে মানুষ নই এ কথাটা বুঝতে আমার অনেক সময় লেগে গেল !

এখন আমি জানি বোহেমিয়ান এবং মানুষ দুটি ভিন্ন প্রজাতি !

কিন্তু -

রক্ত-তঞ্চন ; চুল-গন্ধ ও বোহেমিয়ান -



চায়ের দোকানে মাঝে মাঝে ঈশ্বরের সাথে দেখা হয় ! ঈশ্বর আমার সাথে কোন কথা বলেন না ; আমিও কোন আগ্রহ বোধ করিনা । আমি জানি- আমি কথা না বললে ঈশ্বরের কিছুই যায় আসে না।

তবু মাঝে মাঝে খুব ইচ্ছে করে ঈশ্বরকে একবার জিজ্ঞেস করি-

লালন সাঁইজি আসলে কোন জাতের ছিলেন ?



মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

শায়মা বলেছেন: সুচিশ্মিতা ! সুচিশ্মিতার কবিতা লিখেছো ভাইয়া!!!!

অনেকদিন পর তোমাকে দেখলাম!!!

লালন সাঁই এর গান

http://www.youtube.com/watch?v=PQEhsWf_KJI

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

রোমেন রুমি বলেছেন: হুম আপুমনি অনেকদিন পর ;

সুচিশ্মিতা !
সেই; সুচিশ্মিতা :)

তুমি কেমন আছ ?

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর!
ওয়েলকাম ব্যাক!
দুর্দান্ত হয়েছে, প্রশ্নটা আমারো কোন জাতের ছিলেন?
সম্ভবত মানব জাতের!
শুভেচ্ছা রুমি ভাই :)

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

রোমেন রুমি বলেছেন: হ্যাঁ অনেকদিন পর :)
ধন্যবাদ অভি ।
কেমন আছেন ?

অনেকদিন ব্লগে আপনাদের সাথে কথা হয় না ; দেখি একটু নিয়মিত হতে পারি কি না ।
মনে হচ্ছে আরও একটু সময় লাগবে ।

শুভ কামনা এবং
শুভ রাত্রি ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০০

রাইসুল নয়ন বলেছেন:

কিন্তু- আমি যে মানুষ নই এ কথাটা বুঝতে আমার অনেক সময় লেগে গেল !


০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

রোমেন রুমি বলেছেন:

ধন্যবাদ
রাইসুল নয়ন । :)

শুভ কামনা এবং
শুভ বিকেল

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


এখন আমি জানি বোহেমিয়ান এবং মানুষ দুটি ভিন্ন প্রজাতি !

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

রোমেন রুমি বলেছেন:

ধন্যবাদ
কান্ডারি ভাই :)

কেমন আছেন ?
অনেকদিন পর আবার কথা হচ্ছে ।

ভাল থাকুন সব সময়
শুভ বিকেল ।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

ইখতামিন বলেছেন:

অসাধারণ লাগলো

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯

রোমেন রুমি বলেছেন:
অনেক
ধন্যবাদ
ইখতামিন :)


শুভ কামনা এবং
শুভ বিকেল

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ঘাসের বিছানায় বসে আঁকা জীবনের সেই ছবিগুলো মাঝে মাঝে বঙ্কিম হাসি ছুড়ে দেয় ; আমার কষ্ট হয় কিনা বুঝতে পারিনা !
মানুষের মত আমিও একদিন কি ভীষণ কেঁদেছিলাম ; কিন্তু- আমি যে মানুষ নই এ কথাটা বুঝতে আমার অনেক সময় লেগে গেল !


সুন্দর।চমৎকার লাগলো ।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

রোমেন রুমি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ
সেলিম ভাই :)

কেমন আছেন ?

অনেকদিন পর এলাম ; আবার নিয়মিত হওয়ার চেষ্টা করছি ।

ভীষণ ভাল থাকুন;
শুভ বিকেল ।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

সাহিদা আশরাফি বলেছেন: সোডিয়াম আলোর কাছে ভীষণ ভাবে হেরে গেছে আমাদের জ্যোৎস্নারা
চমৎকার!!

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

রোমেন রুমি বলেছেন:
অনেক ধন্যবাদ
সাহিদা আশরাফি :)

ভাল থাকুন সারাক্ষণ ।
শুভ বিকেল ।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: বিষণ্ণতা সুন্দর। কবিতাটা বিষণ্ণ।

আশা করি ভালো ছিলেন।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

রোমেন রুমি বলেছেন:
অপর্ণা আপু কেমন আছেন ?
আপনার নুহার নিয়মিত পাঠকদের আমি একজন ছিলাম ;
কিন্তু অনেকদিন ব্লগে আসা হয়নি তাই পড়াটা অসম্পূর্ণ রয়ে গেল :( সময় নিয়ে ধীরে ধীরে পড়তে হবে :) নিয়মিত হওয়ার চেষ্টা করছি ।

লেখাটায় বিষণ্ণতা স্পষ্ট :)
ভাল ছিলাম কিনা সত্যিই বুঝতে পারি না :)

আপনি কেমন আছেন ?
বাবুই কেমন আছে ?

আপনি এবং বাবুই অনেক অনেক ভাল থাকুন ; শুভ কামনা
এবং শুভ বিকেল ।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

ছেলেমানুষ_ বলেছেন: সেই কবিতাটা আমার হয়তঃ আর কোনদিনই লেখা হবে না ;
কবিতাতো চাইলেই লেখা যায় না ।

লাইনটা খুব ভাল লাগল। পুরো কবিতাটাই অনেক সুন্দর।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
ছেলেমানুষ_ :)

ভাল থাকুন সব সময় ;
শুভ কামনা
এবং শুভ বিকেল ।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক সুন্দর!

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

রোমেন রুমি বলেছেন:
অনেক ধন্যবাদ :)

ভীষণ ভাল থাকুন
শুভ সন্ধ্যা ।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া।
কোথায় ছিলে এতদিন?

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

রোমেন রুমি বলেছেন:
ছিলাম এখানে ওখানে ;
বোহেমিয়ানের আর থাকা :)

তুমি ভাল আছ জেনে ভাল লাগছে ।

ভীষণ ভাল থেকো :)

শুভ বিকেল ।

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

রোমেন রুমি বলেছেন:

হাসান ভাই কেমন আছেন ?

আপনার ভাল লাগায় আনন্দিত হলাম :)

শুভ বিকেল ।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

মামুন রশিদ বলেছেন: সুচিশ্মিতার কবিতা দারুণ লাগলো!

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

রোমেন রুমি বলেছেন:
অনেক ধন্যবাদ
মামুন ভাই :)

অনেকদিন আপনাদের লেখা পড়া থেকে বঞ্চিত ছিলাম;
অবশ্য দোষটা নিতান্তই আমার ।
পুষিয়ে নেয়ার চেষ্টা করব । :)
জানিনা কতটা পারব ।

ভাল থাকুন;
শুভ বিকেল ।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

সামাইশি বলেছেন: কবিতাটি ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো।

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

রোমেন রুমি বলেছেন:

ধন্যবাদ
সামাইশি ।

অনেকদিন ব্লগে আসা হয়নি তাই আপনাদের সাথে পরিচিত হওয়া থেকে বঞ্চিত হয়েছি ; এ ক্ষেত্রেও দোষটা আমারই । আশা করছি আপনাদের সাথে থাকব ।

আপনাকেও অনেক শুভেচ্ছা;
ভাল থাকুন সব সময় :)

শুভ বিকেল ।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

ভিয়েনাস বলেছেন: এখন আমি জানি বোহেমিয়ান এবং মানুষ দুটি ভিন্ন প্রজাতি

অনেক ভালো হয়েছে কবিতাটা..

ভালো লাগলো :)

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২০

রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
ভিয়েনাস ।

আপনার জন্য অনেক শুভ কামনা ।
শুভ রাত্রি ।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
শেষ কয়লাইন ফেবু পড়ছিলাম আগে।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৯

রোমেন রুমি বলেছেন:

ধন্যবাদ ;
দূর্জয় ভাই :)

মজার ব্যাপার হল শেষের এই কয়লাইন ফেবুতে আলাদাভাবে যে প্রেক্ষাপট তৈরি করেছে ;
পুরো কবিতাটার সাথে লাইনগুলির অর্থ ভিন্ন :)

ভাল থাকুন ;
শুভ রাত্রি ।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৫

তোজি বলেছেন: অসাধারন । যেন নিজেকে খুজে পেলাম ।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৮

রোমেন রুমি বলেছেন:

সামুতে আপনার পরিসংখ্যান

পোস্ট করেছেন: ১৩টি
মন্তব্য করেছেন: ১টি
মন্তব্য পেয়েছেন: ০টি
ব্লগ লিখেছেন: ১০ মাস ৩ সপ্তাহ


আর ১০ মাস ৩ সপ্তাহ পর ঐ ১টি মাত্র কমেন্ট আমার পোস্টেই ব্যাপারটা ভাল লাগছে ।

নিজেকে খুঁজে পেলেন জেনে ; ভাল লাগছে :)

ভাল থাকুন
শুভ রাত্রি ।

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪

সকাল রয় বলেছেন: সুচিশ্মিতা !

নামটার মানেই বুঝতে পারলাম না।
তবে কবিতা গল্পের মতো পড়লাম।

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৪

রোমেন রুমি বলেছেন:

সুচিশ্মিতা- যে নারীর হাসি পবিত্র :)

পড়ার জন্য অনেক ধন্যবাদ।

উত্তর দিতে বেশ দেরী হল; এই জন্য দুঃখ প্রকাশ করছি ।

ভাল থাকুন
শুভ সকাল।

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

সোমহেপি বলেছেন: জাত ব্যবসায়টা খুব শক্ত।

ছাড়া অনেক কষ্ট। জাতের উর্ধ্বে উঠা সহজ না ।

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৬

রোমেন রুমি বলেছেন:

এই ব্যবসা না থাকলে জগতে আর থাকবেটা কি !!

কি অবস্থা কেমন চলছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.