![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখনস্বপ্ন ছেঁড়া স্বপ্নবাজী -ভীষণ নীরব ব্যাথার ডোরে আপন ভুবন বেঁধে রাখি ।
আজ ঘন ঘোর সন্ধ্যার আঁধার মাধুরী মেখেছে
বাঁধনহারা আমার এই ধুলো মাখা নিভৃত ঘরে ।
মেঠো পথের দু'ধারে জোনাক মিছিল ;
স্তব্ধ যন্ত্রণার সৌরভ দেহে মেখে আমি আর এই মেঠো পথ !
সময়ের শরীর জুড়ে অজস্র ক্ষত ;
যেখানে স্বপ্নেরা মরু বালির তৃষ্ণার কাছে ভীষণ অসহায় ।
বহুকালের পরিচিত ধুলির গভীরে হারানো সুর;
ফেলে আসা সেই মাতাল দখিনা বাতাস- জ্যোৎস্না ।
চুন-সুরকি খসে পড়া জীর্ণ ইটের দেয়াল দেহে
প্রাচীন হৃদয় নিয়ে আজও দণ্ডায়মান
শতবর্ষী সেই জমিদার বাড়ি ।
একদিন এখানে কেটেছে কত সকাল-সন্ধ্যা;
কত মায়াবী বিকেল - বৃষ্টি উৎসব ।
এই এখানেই ছিল অগনন প্রানের উচ্ছ্বাস-
ছিল ধ্বনি , প্রতি-ধ্বনিতে ভরা সময়ের কল্লোল ।
কেউ এসেছিল কবিতা ভালবেসে,
কেউবা দুনিয়া বদলের স্বপ্ন দেখে -
বিপ্লব জীবন ভালবেসে ।
শ্রেণিহীন সমাজের অবিচল বিশ্বাসে ।
একদিন আমিও সেই একই প্রবাহে ........
মাঝে মাঝে নজরুল, রবীন্দ্রনাথ, সুবাস, অথবা স্বয়ং ঈশ্বর-
পুরনো প্রাচীন দ্বিতল ঐ প্রাসাদের জীর্ণ কক্ষে !
আমারি কণ্ঠে !
মহা মহিম ভীষ্মের গর্জনে যেন কেঁপে উঠত
দেয়াল- ইটের গাঁথুনি!
যারা আলো ভালবেসে
যারা ভালবাসা ভালবেসে
যারা কবিতা ভালবেসে একদিন মন্ত্রমুগ্ধ হয়েছিল -
সময়ের গহ্বরে আজ তারা শুধুই ছবি-
শুধুই গল্প ।
একদিন কবিতায় স্বপ্ন দেখা সমাজ বোনার স্বপ্ন ছিল-
ছিল কণ্ঠে কণ্ঠে আকণ্ঠ সুধায় পিপাসা নিবারন সময়।
ছিল তোমার আমার মিহিন স্বপ্নে বোনা রঙ্গিন চাদর
রাস্তার মোড়ের দোকানে চায়ের কাপে টুংটাং বিকেল ।
আজ অবহেলায় বেঁধে রাখা পুরানো কাগজের বাণ্ডেল খুলে দেখি-
আমারই আঁকা কবিতা-ক্যানভাস ; জীবন-
দুনিয়া বদলের যত স্বপ্ন পাণ্ডুলিপি।
পরিকল্পনা ছবি, খসড়া খাতা, কতশত চরিত্র -
খুব নিভৃতে ঘুমায় -
একান্তে- উঁইপোকার দখলদারি রাজত্বে !
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮
রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
স্বপ্নবাজ
কেমন আছেন ?
২| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: বেঁচে আছি আনন্দে
আপনিও ভালোই আছেন আশা করি !
১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪
রোমেন রুমি বলেছেন:
ভাল আছি;
অনেকদিন পর গতকাল ভীষণ জ্বর হল ।
ভাল থাকুন ।
৩| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৬
রোমেন রুমি বলেছেন:
হাসান ভাই;
অনেক ধন্যবাদ ।
অবশেষে আপনার সাথে দেখাটা হল না।
নিশ্চই কখনও হবে ।
ভাল থাকুন ।
৪| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
মামুন রশিদ বলেছেন: ভালো লাগছে ।
১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৮
রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই;
কেমন আছেন ?
৫| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর ৷
১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৯
রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ ভাই;
শুভ দুপুর ।
৬| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক দিন পর এলেন সেই সাথে চমৎকার একটি কবিতায় মুগ্ধতা।
১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১
রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
কান্ডারি ভাই ;
কেমন আছেন ।
নিয়মিত হতে চেয়েও পারি না; নিশ্চই নিয়মিত হব।
ভাল থাকুন।
৭| ১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
চুন-সুরকি খসে পড়া জীর্ণ ইটের দেয়াল দেহে
প্রাচীন হৃদয় নিয়ে আজও দণ্ডায়মান
শতবর্ষী সেই জমিদার বাড়ি।
একদিন এখানে কেটেছে কত সকাল-সন্ধ্যা;
কত মায়াবী বিকেল - বৃষ্টি উৎসব।
এই এখানেই ছিল অগনন প্রাণের উচ্ছ্বাস-
ছিল ধ্বনি, প্রতিধ্বনিতে ভরা সময়ের কল্লোল।
পড়তে পড়তে মনটা উদাস হয়ে গেলো।
অনেক ভালো লাগলো রুমি ভাই।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১২
রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ
সোনা ভাই
আপনাকে ভাল লাগানো সেও যে ভীষণ ভাল লাগা।
কেমন আছেন সোনা ভাই ?
আপনার সার্বক্ষণিক ভাল থাকা কামনা করি ।
শুভ রাত্রি ।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫২
অরুদ্ধ সকাল বলেছেন:
কেউ এসেছিল কবিতা ভালবেসে,
কেউবা দুনিয়া বদলের স্বপ্ন দেখে -
বিপ্লব জীবন ভালবেসে ।
শ্রেণিহীন সমাজের অবিচল বিশ্বাসে ।
বাহ!
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২২
রোমেন রুমি বলেছেন:
ধন্যবাদ;
সকাল।
শুভ সন্ধ্যা
৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৫
সোমহেপি বলেছেন: ভুলে যেতে চাই এসকল অগ্রন্থিত শব্দমালা। শিশিরসিক্ত সুগন্ধি সকাল। ভুলে যেতে চাই কোমল কান্না, নপুংসক বর্ণচোরা সময়।
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
রোমেন রুমি বলেছেন:
জীবন একটা ক্ষুদ্র এবং ব্যপক বিষয়
চাইলেই সবকিছু ভুলে যাওয়া যায় না ।
তবুও মাঝে মাঝে আমরা ভুলে যেতে চাই।
এই ভুলে যাওয়া অথবা না যাওয়ার মধ্যে খুব একটা তফাত নেই শুধু শুধু হেঁটে চলা গন্তব্যহীন এই পথটাকে শেষ করা ।
শেষ কি আসলে কোনদিন হয় নাকি ...............
ভাল থাকিস ।
১০| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সামহোয়্যারইন ব্লগের কবিব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা নিয়ে একটা পোস্ট তৈরি করছি। আপনার অংশগ্রহণ এ পোস্টকে মূল্যবান করবে। ফেইসবুকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেয়া আছে।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: বহুদিন পর রোমেন রুমির কবিতা !
যেন সময়ের ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো !
খুব চমৎকার !