![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখনস্বপ্ন ছেঁড়া স্বপ্নবাজী -ভীষণ নীরব ব্যাথার ডোরে আপন ভুবন বেঁধে রাখি ।
দেয়ালের প্রিয় ক্যানভাস হৃদয়ে কত কথা ;তাকি কেবল শৈল্পিক ব্যাকরনিক অনুভূতিযোগ ! আমাদের অন্তর্গত আকাশ বেশ শব্দময়; তারা কি কেবলই শব্দ! সেখানে অগনন ফানুশ- কেবলই কি বৈচিত্র্য !
নদী ও পাখিকষ্ট- গোলকধাঁধা ; গনগনে লালের ছোঁয়ায় পুড়ে ছাই হয়ে যাওয়া হলুদ বিকেলেরা ভিন্ন কোরাসে যখন গান ধরে- তখনও জীবন কোলাজ সেই প্রাচীন গ্রিক ইদিপাস আওড়ায় ! সন্ধ্যায় হয়তঃ ঘরহীন ঘাসফড়িং- গঙ্গাফড়িং সখ্যতা করে; চন্দ্রসুখি জীবন খোঁজে। জীবনকে সংজ্ঞায়িত করে এমন দুঃসাহস কার ।
ইচ্ছা নির্বাসন- আড়ষ্টতা - শুধুই অক্ষমতার নামান্তর । তরঙ্গগুচ্ছের উদ্যাম আন্দোলনে যে স্নায়বিক অনুরনন- অনুনাদ; তাতে শুধুই সুর নয়- প্রলয়ও থাকে। চোখের মধ্যে যে চোখ সেখানে অনবরত নীলের ধারা- সে হয়তঃ জল, নদী অথবা কষ্ট !
মানুষ শব্দের-জল শব্দের-মায়া শব্দের অর্থ ব্যপ্ত করে পূর্বজন্ম খুঁজে বেড়ানো জন্ম ! মাটির ভেতর থেকে ফুঁড়ে বের হওয়া অঙ্কুরের সদর্প আবাহন অথবা অবগাহন !
শব্দরা সব একদিন কথা হবে; সাহিত্য হবে ; ছবি হবে; স্বপ্ন হবে - শব্দরা একদিন শব্দ হবে ! আনমনে- নির্লিপ্ত বহুদূর- ব-হু-দু-র- পথ হেঁটে একটা ভোরের প্রতীক্ষায় ভোর । একটা সুবর্ণ ভোর; একটা ভোর-হেমাঙ্গি।
১০ ই জুন, ২০১৪ রাত ৮:১৩
রোমেন রুমি বলেছেন:
হাসান ভাই;
কেমন আছেন ?
আপনার লেখা পড়তে আসছি
শুভ সন্ধ্যা ।
২| ১১ ই জুন, ২০১৪ সকাল ৯:২০
মিনুল বলেছেন: ভালো লাগলো। শুভকামনা।
১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:১০
রোমেন রুমি বলেছেন:
ভাল লাগার জন্য
ধন্যবাদ।
ভাল থানুন
শুভ দুপুর ।
৩| ১১ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন:
ইচ্ছা নির্বাসন- আড়ষ্ঠতা - শুধুই অক্ষমতার নামান্তর । তরঙ্গগুচ্ছের উদ্যাম আন্দোলনে যে স্নায়বিক অনুরনন- অনুনাদ; তাতে শুধুই সুর নয়- প্রলয়ও থাকে। চোখের মধ্যে যে চোখ সেখানে অনবরত নীলের ধারা- সে হয়তঃ জল, নদী অথবা কষ্ট !
অনবদ্য ! অনেক দিন পর আপনার কবিতা পড়া হলো !
১২ ই জুন, ২০১৪ দুপুর ২:০১
রোমেন রুমি বলেছেন:
ভাল লাগার জন্য ধন্যবাদ অভি
কেমন আছেন ?
ব্লগে নিয়মিত হতে চাই আবার পারছিনা ;
আসলে হচ্ছে না।
ভাল থাকুন
শুভ দুপুর ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৪ রাত ৮:০৫
হাসান মাহবুব বলেছেন: বেশ তো! আমার শেষ লেখাটাও শব্দ নিয়ে।