নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই ও জানাতে চাই

নীল জোসনা

তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।

নীল জোসনা › বিস্তারিত পোস্টঃ

১১/১২/১৩ তারিখের ভাবনা।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

গত বছর সেইরকম একটা তারিখ ছিল ১২/১২/১২ । এই তারিখে দুনিআর কত জনে বিবাহ করসে তার হিসাব নাই। এই বছর আসিতেসে ১১/১২/১৩ । কত জনের মনে কত কিছু। কত সত পরিকলপনা । আমি ও ভাবতেছি কি করা যায়। |-) সকাল সকাল কাজ সেরে ভাবলাম বাইরে যাব। দিলাম পোলার বাপেরে ফোন। জান তুমি কই? -কাজে বেসত। একটু বাইরে বেডাতে যাবে? বলল তোমার সাহস তো কমনা রাসতা ঘাটের াবসতা দেখছো তুমি? X(( X(( বাইরে যাওয়া বনঢ। সামুতে দেখি একই পেচাল। ভাবতে ভাবতে কারেনট গেল চার বার । :-& দিন তো প্বায় সেস । সামুতে একাউনট করব। আর এভাবেই আমার দিনটা সরনীয় হয়ে ঠাকবে। বেস কয়েক বার চেঠার পর একাউনট করতে পারলাম। !:#P !:#P !:#P যাক বাবা এখনো বারো টা বাজে নাই। ১১ টা ৪৫ মাএ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

নীল ভোমরা বলেছেন: ব্লগে স্বাগতম!...শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.