নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই ও জানাতে চাই

নীল জোসনা

তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।

নীল জোসনা › বিস্তারিত পোস্টঃ

আজাইরা প্যাচাল

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪১

সামু ব্লগ দেখছি অনেক দিন যাবত। খালি মনে হতো আহা আমিও কিছু লিখি। অন্য কারো লেখায় কমেন্ট করি। করি করি করেও ব্লগে নাম লেখাই না। অবশেষে নাম যুক্ত করা গেল কিন্তু কমেন্ট করা যাবেনা যতখন না আমি সেফ হছছি । নিজের ব্লগ লিখবো মাঠায় কিছুই আসতেছে না।:|:|:| এতদিন খালি ভাবছি এটা লিখবো ওটা লিখবো কিন্তু লেখার বেলায় ঠন ঠনা ঠন।:P:P কবিতা - বুঝি কম । আসলে মাঠায় ঘিলু কম । গল্প - সাজাতে পারতেছি না । উপন্যাস - ও রে বাবা রে ---------------- । জোকস - সব ভুইলা গেছি । রান্না রেসিপি - জলদি নিয়া আসতেসি ।:) :) :) :) এইবার পাইছি । এইবার ঠেকায় কে ? আসলে আমি বলতে চাই যে যারা ব্লগে লিখেন ( মৌলিক ) তাদের কে আমার তরফ ঠেকে অনেক অনেক শুভেচছা । তাদের লেখার মাঢ্যমে অনেক নতুন কিছু জানতে পারছি । জানাতেও পারছি ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২১

নীল ভোমরা বলেছেন:
রান্নার রেসিপি...মন্দ কি?! তারাতারি পোস্ট দিন..... অনেকদিন ভাল-মন্দ খাওয়া হয়না!

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

নীল ভোমরা বলেছেন:
আপনার লেখায় পাঠকের কমেন্ট (যেমন আমার এই কমেন্ট)-এর জবাব দিতে আপনি ভুলকরে নতুন একটি পাঠকের কমেন্ট করে ফেলছেন!!

পাঠকের কমেন্টের জবাব দিতে সংশ্লিষ্ট কমেন্টের উপরের ডান কোণায় কার্সর নিলে কয়েকটি আইকন পাবেন, যার সবুজটি ক্লিক বরুন। একটি নতুন উইন্ডো ওপেন হবে। এবার পাঠকের কমেন্টের উপর আপনার (লেখকের) জবাব লিখুন।

বিনে পয়সায় উপদেশ........ :D :-B
শুভকামনা!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

নীল জোসনা বলেছেন: উপদেশ কাজে লাগালাম >>>>>।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.