![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।
পয়লা রেসিপি তো তাই মিষ্টি দিয়ে শুরু করি । যা লাগবে - দুই লিটার দুড , লেবুর রস / ভিনেগার , চিনি , এক চামচ সুজি , ফুড কালার (কমলা) , গোলাপ জল দুই চা চামচ। প্রনালী- দুড চুলায় বসিয়ে বলক আসা পয্র্ন্ত অপেক্সা করুন । এবার এতে লেবুর রস / ভিনেগার একটু একটু করে ঢালুন । কয়েক মিনিটেই দুদ ফেটে যাবে । চুলার আচ বনঢ রাখুন । পাতলা কাপডে ছানা ঢেলে পানি ঝরিয়ে নিন ভালো করে । এবার ছডানো পাএে ছানা ঢেলে ভালো করে হাতের তালু দি্যে ঠাসতে ঠাকুন । এতে চিনি দিয়ে মস্ ন করে মাখুন । চুলায় ভারী তলার কডাই দিয়ে তাতে ছানা দিন। চুলার তাপ মাঝারী রাখুন । ভালো করে নাডতে হবে । কিছু সময় পর এতে সুজি দিয়ে নাডতে হবে । দু চার মিনিটেই মিশ্রনটা ঘন হবে । এবার চুলা ঠেকে নামিয়ে একটু ঠান্ডা করে গোলাপ জল মিশিয়ে দু ভাগ করে এক ভাগে তিন চার ফোটা ফুড কালার মিশাতে হবে । কালার মিশানো ছানা ছোট বল বানাতে হবে । সাদা ছানা হাতের তালুতে রেখে মাঝখানে হলুদ ছানার বল রেখে মুডিয়ে বল বানাতে হবে । এবার সবচেয়ে মজার কাজ । এই বল গুলো ঠান্ডা করে কাটলে ভালো হয়। ছুরি দিয়ে দু ভাগ করলেই পাওয়া যাবে মজাদার ডিম সন্দেশ । দোকানে তো কত রকম মিস্টি পাওয়া যায় কিন্তু নিজের হাতে বানানো জিনিসের মজাই আলাদা । * আমার তোলা ছবিটি দেয়া গেল না তাই গুগল মামার সাহায্য নিলাম ----।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭
নীল ভোমরা বলেছেন:
পাঠকের কমেন্টে লেখকের রিপ্লাই করা শিখে ফেলেছেন দিখছি...এবা্র পোস্টে ছবি যুক্ত করা শিখে ফেল্লেই...ব্যাস!....আর ঠেকায় কে?!
হ্যাপি ব্লগিং!
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
নীল জোসনা বলেছেন: ছবি যুক্ত করার কাজটি শেখার চেষ্ঠা করছি । আপনার ব্লগ ঘুরে এলাম...। নিঃসন্দেহে ভাল লেখা...।সময় নিয়ে পডব..
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৫
বেলা শেষে বলেছেন: good , good decoration, write more please.
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩২
নীল ভোমরা বলেছেন:
এই ধরণের পোস্টের সাথে রিলেটেড ছবি যুক্ত করলে অনেক আকর্ষণীয় হবে নিঃসন্দেহে!.....ট্রাই টু ইনসার্ট সাম ইমেজেস উইথ দ্যা পোস্ট! ট্রাই.... এন্ড ফাইন্ড আউট দ্যা ওয়ে...হাউ টু ডু দিস!....
শুভকামনা!