![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।
এটা ফুলকপি । নতুন করে চেনাবার কিছুই নাই । এটা ব্রোকলি । কয়েক বছর যাবত বাংলাদেশে পাওয়া যাচ্ছে ।
এটা কালকে দেখলাম .....। ব্রোকপি ( নামটা আমার দেয়া ) জানি না এটার আসল নাম কি । এটা দিয়ে কি রান্না করবো সেটাও বুঝতে পারছি না । কনফিউসড !!!!!!!!!
অনেক ভাবনা চিন্তা করার পর বুঝলাম এটা দিয়া ( চায়না # বাংলা ) ফিউশন রেসিপি ট্রাই করতে হবে .............। আপনারা কে কে দেখছেন এই ব্রোকপি -----------?
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯
নীল জোসনা বলেছেন: উৎসাহ দাতা হিসেবে আপনাকে শুভেচ্ছা !!!!!!! ওয়াচে আছি ..... কমেন্ট করা যায় না.......... । নিজের ব্লগ খুলে যখন দেখি কেউ পোষ্ট দেখেছে বা কমেন্ট করেছে তখন পরের পোষ্ট লেখার জন্য উৎসাহিত হই ................।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬
নীল ভোমরা বলেছেন: হুমম....পোস্টে কমেন্ট পেলে ভাল লাগে বইকি! আপনার পোস্টের মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে....এটা দেখে প্রথম উৎসাহদাতা (!?) হিসেবে আমারও ভাল লাগছে!
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
নীল জোসনা বলেছেন: এত প্রশংসা করে লজ্জা দিবেন না .......। পরে মনে হতে পারে " উলু বনে মুক্তা ছডিয়েছেন " ।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
নীল ভোমরা বলেছেন: ঠিক আছে.....আর প্রসংশা করবো না...... মিছেই উলু বনে মুক্তা ছড়াবো না!...... এরপর প্রসংশার যোগ্য পোস্ট দিয়েই প্রসংশা পেতে হবে!........ .....আর, আশা করছি খুব শীঘ্রই প্রথম পাতায় সুযোগ পেয়ে যাবেন.... তখন আর কমেন্টের অভাব হবেনা!......শুভকামনা!
১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১২
নীল জোসনা বলেছেন: অবশ্যই চেষ্ঠা করবো .... ভালো , সুন্দর , ক্রিয়েটিভ , কাজে লাগার মতো পোষ্ট দিতে ।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৬
বেলা শেষে বলেছেন: Assalamualikum, fine & beautiful good decoration, good description. Congratulation for Bloging!
১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫০
নীল জোসনা বলেছেন: Oyalaikumassalam , well come in my blog house .
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
ইখতামিন বলেছেন:
সুন্দর পোস্ট।
হ্যাপি ব্লগিং।
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪
নীল জোসনা বলেছেন: আপনাকে স্বাগতম ।
৬| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০২
বৃষ্টিধারা বলেছেন:
০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৮
নীল জোসনা বলেছেন:
হি....হি......হি
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯
নীল ভোমরা বলেছেন: পোস্টে ছবি সংযুক্ত করা শিখে ফেলেছেন....আর লাগে কি?! কি সুন্দর তিনটি ছবি দিয়েই একটা নতুন পোস্ট!......... চলুক। শুভকামনা!