![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।
( ইকেবানা ) জাপানী ফুল সাজানোর শৈল্পিক রীতি । প্রায় পাচশত বছর আগে এই রীতি শুরু হয়েছিল এবং বর্তমান আধুনিক জাপানে সমানভাবে সম্মান ও ক্ ষ্টির সাথে প্রতিপালিত হচ্ছে । বেসিক ইকেবানা রীতি মুলত তিন টা জিনিসকে নির্দেশ করে । ১ - র্স্বগ ২ - পৃথিবী ৩ - মানুষ । ফুল , ডাল লতা পাতা এই জিনিষ গুলো লক্ষ করেই সাজানো হয় । সবচাইতে লম্বা ডাল বা ফুল র্স্বগ , মাঝেরটা পৃথিবী এবং ছোট টা মানুষকে বোঝায় । সাধারনত আমরা ফুলের তোডা বানাই বা ফুলদানী তে সাজালে সামনে থেকে যতটা ভাল দেখায় পাশ থেকে ও পেছন থেকে ততটা ভাল দেখায় না কিন্তু ইকেবানা এমন টেকনিকে তৈরি করা হয় যেন তা সব দিক থেকেই দেখতে ভাল লাগে । মজার কথা হচ্ছে ভিন্ন ভিন্ন এংগেলে ইকেবানার ডিজাইন ভিন্ন ভিন্ন অর্থ বহন করে । এটা প্রক্ তি ও মানুষের মেলবন্ধন নিয়ে ভাবতে শেখায় ।খুব কম সংখ্যক ফুল , অথবা শুধু ডাল পাতা দিয়েও ইকেবানা করা সম্ভব । এজন্য প্রয়োজন ফুলদানী , ডাল গাথবার কাটার বেস , কমপক্ষে তিন রকমের ফুল পাতা বা ডাল , চাইলে আরও বেশি করে ব্যাবহার করা যায় তবে বেজোড সংখায় ডাল ফুল নিতে হয় ।
বিভিন্ন রকমের ফুলদানী রয়েছে । কোনটা গোল , কোনটা চেপ্টা নয়তো কোনটা আকাবাকা এখন কিছু সুন্দর সুন্দর সাজানো ফুল দেখি ।সাজানো ফুল গুলো লক্ষ করলে দেখা যাবে ফুল পাতা গুলো তিন পাচ সাত এভাবে বেজোড ভাবে সাজানো আছে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
নীল জোসনা বলেছেন: ধন্যবাদ আপনাকে । আরও বিস্তারিত লেখার ইচ্ছে আছে ।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭
বেলা শেষে বলেছেন: ....good post, good decoration, description is coming, good selection....
...Salam & Respect to you...
...up to next time...
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৬
নীল জোসনা বলেছেন: thank you ..... and Salam .
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২২
পাঠক১৯৭১ বলেছেন: বস্তিতে কিভাবে মানুষের জীবন ভালো করা যায় সেটা লিয়ে লিখেন; জাপানীজদের ফুল সাজানো দিয়ে কি করবো?
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ছবি গুলো বেশ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
নীল জোসনা বলেছেন: ধন্যবাদ , আপনাকে ব্লগে স্বাগতম ।
৫| ১১ ই মে, ২০১৪ ভোর ৪:৩২
সাবিউল হক বলেছেন: চমৎকার। বৈচিত্রময় লেখার বিষয় । বেশ ভালো লাগলো । ছবিগুলোও খুব সুন্দর। ধন্যবাদ।
১১ ই মে, ২০১৪ সকাল ৯:১৭
নীল জোসনা বলেছেন: ধন্যবাদ , পোষ্ট পড়ার জন্য ।
আবার আসবেন নিশ্চয়ই ।
৬| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ২:১২
অর্বাচীন পথিক বলেছেন: পোষ্ট পড়ার পর বলতে ইচ্ছে করছে। এটা আমার পছন্দের একটা বিষয়। সেই ২০০৪ সালে এক প্রতিয়েগিতার মাধ্যমে এর সাথে আমার পরিচয়। সেই তখন একটা র্কোস করার সুযোগ পাই আমি। তার পর থেকেই লালন কারছি এটা।
সুন্দর পোষ্ট। আশা করছি আর ও লিখবেন, ভাল থাকবেন।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৪
নীল জোসনা বলেছেন: ধন্যবাদ , আপনাকে .....।
এবার আপনি ইকেবানা নিয়ে বিস্তারিত লিখে ফেলুন ।
আশা করি ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪
নীল ভোমরা বলেছেন: সুন্দর ছবি পোস্ট! তবে আরও কিছু তথ্য যোগ করতে পারলে আরও ভাল হতো!