![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজা বলিলেন- বুঝেছো ঊপেণ? নদীতে হইবে সেতু
বর্ষার জল- দু’পার সচল, মুঠিতে পুরিবো ঋতু
কহিলাম আমি- হে মহারাজ, এ নদী মৃতপ্রায়
নিদাঘে হেথায় গোকুল চড়ে, বরষাতে বাস যায়
রোষিত নয়ন- রাজা খচে বোম, ছুড়িয়া মারিল ঘড়া
কোষাগার ধন- ফাকা ঠনঠন, নিয়ে আয় টাকা... ভরা
সেতুর তরে নদী কাটিলাম, নদীর তরে ঘর
ঘর ছেড়ে শেষে পথে নামিলাম, করিলে মাগো পর!
নেতারা খায় ভাগ করিয়া, পাতিরা চেটেপুটে
অভাগার-ই কেবল অশুভ লগ্ন, খুদকুঁড়ো সব জোটে
উদরে আগুন- নেতারে শুধাই, ক্ষুধায় পুড়িছে প্রান
বিজ্ঞ নেতা প্রহসন করিয়া... বলিল- 'কম খান'।
(মূলঃ দুই বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর।)
২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: উদরে আগুন- নেতারে শুধাই, ক্ষুধায় পুড়িছে প্রান
বিজ্ঞ নেতা প্রহসন করিয়া... বলিল- 'কম খান'।
৩য় ভালো লাগা
৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১
সায়েম মুন বলেছেন: +
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
আদম_ বলেছেন: একসিলেন্ট। আপনি পারবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রহসন প্রহসন
রাজায় করে
নিত্য প্রজায়
নিষ্ঠুর প্রহসন!!!!!