![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল থেকে 'চলুন, আজ থেকে সংখ্যালঘু শব্দটি বর্জন করি', 'সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ সমাবেশ', 'সংখ্যালঘুদের রক্ষায় সরকারের আপোষহীন অবস্থান চাই', ব্লা ব্লা ব্লা- এসব নামে বেশ কিছু ইভেন্ট রিকোয়েস্ট পাচ্ছি। অনলাইনে সিরিয়াস কিছু নিয়ে লিখিনা। লেখার ইচ্ছাও পোষণ করি না। যখন রাস্তায় আগুনে দগ্ধ হয় মনিররা তখনও হয়তো স্যাটায়ার লেখা হয়ে যায়! অভিজ্ঞতা বলে, অনলাইন বিপ্লবের ফলাফলে হিন্দু বাড়ির লাড্ডু ছাড়া আর কিছু মেলে না। তা সত্ত্বেও এ বিষয়ে একটা কথা ছিলো। তপু'র 'একটা গোপন কথা' না, একটা সিরিয়াস কথা!
বাংলাদেশের প্রেক্ষাপটে 'সংখ্যালঘু' বলতে আমি বা আমরা ঠিক কী বুঝি? আমি যেটা বুঝি, তা হলো, সকল অমুসলিমরাই এদেশে সংখ্যালঘু। তন্মধ্যে মূলত হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, এবং উপজাতিরাই পড়ে। সাথে কাউন্টার প্রশ্নের উত্তরটাও হয়ে গেলো। সংখ্যাগুরু কারা- প্রায় ৯০% মুসলিম। ঠিক কী-না? এবার যদি প্রশ্ন করি আপনার জন্মের পর কখনো কোনো খ্রিষ্টানকে, সে রাজনৈতিক, সামাজিক বা হিংসা-রোষানল থেকেই হোক, সংখ্যাগুরু মুসলিমদের 'শিকার' হতে দেখেছেন? একবারও? বৌদ্ধদের ক'বার দেখেছেন? রামু? ওই একবারই? অস্বীকার করার কারণ নেই বার কয়েক উপজাতিদের উপর হামলা হয়েছে। তবে সেটা, যদ্দুর জানি সংখ্যাগুরু মুসলিমদের থেকে বরং প্রসাশনের হাতই ছিলো বেশি। সেই ১৯৭১ থেকে শুরু করে নিয়ম করে, সময়ে-অসময়ে যাদের উপর হামলা করা হয়, যাদের বাড়ি-ঘর পোড়ানো, লুটপাট আর জমি দখল করা হয় তারা তারা 'হিন্দু', রিপিট অ্যাগেইন 'হিন্দু'। 'সংখ্যালঘু' না।
'সংখ্যালঘু'র মত একটা সাহিত্যিক শব্দ দিয়েই যদি বর্ণনা করতে হতো তবে হামলাগুলো হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-উপজাতিতে একসাথে হতো বা সমসাময়িক সময়ে হতো, হয়? দু'-একটা ঘটনাকে যদি 'ব্যতিক্রম' বা 'বিচ্ছিন্ন(!)' ধরেন তাহলে এই শত শতবার নির্যাতন-অত্যাচারের ঘটনায় উপজাতি আর বৌদ্ধরা থাকে? কয়েক মাস আগে জামায়াত-শিবিরের একটা মিছিল থেকে মার্কিন দূতাবাসের একটা গাড়িতে 'ভুলক্রমে' কয়েকটা ইট পড়েছিলো। কয়েক ঘন্টার মাঝে জামায়াতকে ভুল স্বীকার করে, ক্ষমা চেয়ে, ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া লেগেছিলো! তাহলে ঠিক কোন বিবেচনায় ৪২ বছর ধরে স্রেফ হিন্দু নির্যাতনকে 'সংখ্যালঘু তত্ত্ব'-এর আড়ালে ঢাকার চেষ্টা? ন্যূনতম হিন্দু নির্যাতনা না বলে 'মালাউন নির্যাতন' বললে তাও মানা যায়। আমার বিবেচনায় এক্ষেত্রে সংখ্যালঘু শব্দটা স্রেফ ভুল জায়গায় একটা ভুল শব্দের ব্যবহার বৈ কিছু না। বর্জন করতে হলে বরং ভুল শব্দের ব্যবহারটাই বর্জন করা হোক আগে।
পরিশেষ, ইসলাম রক্ষায় হেফাজত রোড মার্চ করলো। সুন্দরবন রক্ষায় রোড মার্চ করলো সচেতন নাগরিক সমাজ। গনতন্ত্র রক্ষায় রোড মার্চের ডাক দিলো বিএনপি। আজ দেখলাম সংখ্যালঘুদের 'রক্ষা'য় রোড মার্চের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। ইমরান এইচ সরকারও সাক্ষাৎকারে বললেন, সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চ ঢাকা থেকে যশোর রোড মার্চ করবে এবং নির্যাতিত সংখ্যালঘুদের সামর্থ্য অনুযায়ী সাহায্য প্রদান করা হবে। বাই দ্যা ওয়ে, এত এত রোড মার্চে ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামত করতে যোগাযোগ মন্ত্রীকে না আবার হ্যাপায় পড়তে হয়! শেখ হাসিনাও গতকাল বলেছেন 'সংখ্যালঘু অত্যাচার বন্ধ করা না হলে কঠোর পদক্ষেপ'। আবার সেই সংখ্যালঘু! হোয়্যাট দ্যা হেল 'সংখ্যালঘু' ইজ? অ্যা?
©somewhere in net ltd.