![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুগন্ধা নদীতে অহন
সুগন্ধা নদীতে অহন আর কোন সুগন্ধ নাইক্কা,
ধাও ধাও কইরা আগুন আর পচা মানগসের গন্ধে
নদীটা অহন দুরগন্ধ ছড়াইতাসে।
কি ফলকা দিয়া আগুনের শিখা আর পটকা ফুটলো
তা ঝালকাঠির লোইক্কেরা জীবনেই দ্যাখেনাই
সমাইজের উচ্চা তলার মাইনসের
হেইদিকে নজর নাইক্কা। হালারা বুদ হইয়া আছে
পোলাপাইন আর বৌ এর ছবি আপলুড করা লাইয়্যা।
ঝালকাঠির দিয়াকুল গেরামের যে যোয়ান পোলাগুলা
রাইত্তের অন্ধকারে লাফাইয়া পইড়া
হেগো উদ্ধারের জন্য লাফাইয়া পড়লো
মোর কাছে হেরাই আমার জাত ভাই, হেরাই বাঙাল।
হেই পোলাগুলা বেবাইক রে -
পদ্মাপাড়ের এই কবির থাইক্কা কদমবুসি পৌছাইয়া দিয়েন।
- ২৪ ডিসেম্বর ২০২১
©somewhere in net ltd.