নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংবাজপোলা

রংবাজপোলা › বিস্তারিত পোস্টঃ

আজিব ব্যাপার

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৭:৫৬

আজিব ব্যাপার
==========


তোমরা আইয়া একটু বহো তো দেহি আমার পাশে,
কিই সব হাজিবাজি লইয়া যে তোমরা ব্যাবাকে
ঠ্যালাঠেলি করো তা বুইঝবার পারিক না।
একটু জিরাইয়া লও তো দেহি তোমরা।
মজার এক আজিব ব্যাপার বইলবার লাইগ্যা ডাকছি আইজ।

করোনার মধ্যে থাইক্ক্যা হক্কলেই বুইঝবার পারছো
ঘর বাড়িই আসল, বাকি সব ফাকি।
হ হ একেবারেই শুইননো।

এইযে দ্যাহো - নদী, সমুদদো বন জনগল টারে তোমরা হক্কলে
কি বারোটাই না বাজাইয়া দিছিলা।
অহন দেহ - মাছগুলা কততো শানতিতে আছে।

তোমরা কততো পীর আর মাজারে সিন্নি দিছো
ভাবছো - হেরাই তোমাগো বিপদ থাইক্যা
বাচাইয়্যা দিবো তোমাগোর।
দ্যাহ তারা কিছছুই কইরবার পারে নাইক্যা।

হেই যে খ্যালোয়ার, জাদুকর আর নাইক্ক্যা গো
তোমরা নিজেদের হিরো বানাইয়াছিলা
অহন তো বুঝছো - হ্যারা কোন হিরো না।
তোমাগো আননদো দেয়াই হ্যাগো কাজ।
অগো লাইভ দেইখবার সময় হয় তোমাগো,
কিনতু পাশেই তোমার বাজানদের দ্যাহ না।

অহন নিশচয় বুইছছো
আসল হিরো হইলো - ডকতর ও বিগগানিরা।
হ্যাগো তোমরা কখনই ঠিকমতন কদর করোনাই,
অহন নিশচয় বুইছছো তোমাগো ব্যাটা মাইয়্যাগো
ভালা মতন শিককিত করতে হইবো।
হেটা ছাড়া কোন গতিক নাইরে।

যে রাজনীতির নেতাগো
তুমরা হারাটি বছর তুষামোদ কইরা গ্যাছো।
অহন তো দ্যাখছো ক্যামনে শামুকের লাহান
নিজ ঘরে হান্দাইয়্যা ছিল।

তোমরা আসলে ছিলা পিথথিবার কাছে
একটা ক্যানসারের লাহান।
তোমরা নিজেগো মারার লাইগ্যা
যত টাহা তোমরা খরচ কর,
নিজগো বাচার লাইগ্যা ততটা খরচ কর না।
তোমাগো হিসাবে নিকাশ আমি ঠিক বুঝি না।

জানি তোমরা টাসকি খাইছো।
কিন্তু পদ্মাপাড়ের এই কবি-র
কথাখানি মিছা না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.